বিচিত্র দুনিয়াতে রয়েছে বিচিত্র সব তথ্য আর জানা-অজানা নানান কথা। কিছু আমাদের জানা আর বাকি কিছু অন্যদের জানা। জানা-অজানা সেই সব তথ্যের ভিন্ন রকম উপস্থাপনার ছোট্ট এই প্রচেষ্ঠা......
জানা !! আবার অজানাও হতে পারে ০৬
১। হামিং বার্ড
পৃথিবীর সবচে ছোট পাখিটির নাম হামিং বার্ড, এটা সবাই জানে। কিন্তু এটা জানেন কি? একটি হামিং বার্ডের ওজন এক টাকার একটি কয়েনের চেয়েও কম। শুধু তাই নয়, হামিং বার্ড ভূমি থেকে উড়ে সোজা উপরের দিকে উঠতে পারে রকেটের মত করে আবার সোজা নিচেও নামতে পারে। শুধুকি তাই? এরা বাতাসে এক জায়গায় স্থির হয়েও উড়তে পারে হেলিকপ্টারের মত।
২। গোল্ড ফিস
হুমায়ূন আহমেদের কোনো একটি লেখাতে পরেছিলাম গোল্ড ফিসের স্মরণশক্তি নাকি খুবই কম। ১ সেকেন্ড পরেই সে ভুলে যায় আগের সব কিছু। কিন্তু এটা জেনে রাখেন ওদের কোন কোনটি ৪০বছর পর্যন্ত বাঁচতে পারে।
৩। উটপাখি
উটপাখি উড়তে পারে না তবে দারুণ জোরে দৌড়াতে পারে।
মজার বিষয় হচ্ছে উটপাখির মাথার মগজ কিন্তু খুবই ছোট। ওদের মগজ এতটাই ছোটোযে ওদের চোখের আকার মগজের চেয়ে বড়!
৪। হাতির বাচ্চা
গরু বা ছাগলের ছোটো বাচ্চা দেখেছেন কিরকম তিড়িংবিড়িং লাফায়!! শুধু এরাই নয় সকল স্তন্যপায়ী প্রাণীদের বাচ্চারাই লাফালাফি করে। শুধুমাত্র হাতি বাচ্চারাই লাফাতে পারে না।
৫। গরু
যারা কুরবানির সময় হাটে যান তারা বিষয়টি চাক্ষুস করে থাকতে পারেন। বিষয়টি হচ্ছে- গরু সহজেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারলেও নামার সময় কোনভাবেই নামতে পারে না। ফলে গরুগুলি ট্রাক থেকে লাফিয়ে লাফিয়ে নামে।
আরো দেখুন :
জানা!! আবার অজানাও হতে পারে ০১
জানা!! আবার অজানাও হতে পারে ০২
জানা!! আবার অজানাও হতে পারে ০৩
জানা!! আবার অজানাও হতে পারে ০৪
জানা!! আবার অজানাও হতে পারে ০৫
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৭