ঢাকার পরিবহণ ব্যবস্হা যে ভেংগে পরেছে ,এটা কি কেউ বুঝতে পারছে না! দায়িত্বশীল(?) ব্যাক্তিরা বুঝেও না বোঝার ভাণ করছে,নাকি চোখ,কান বন্ধ করে বসে আছে !
ট্রাফিক পুলিশ আর পারবে না সেটা বোঝা হয়ে গেছে।ঢাকার নতুন দুই মেয়র নিশ্চয়ই সমস্যার গভীরতা বুঝতে পারছেন,কিন্তু করছেন কি বসে বসে সেটা বোধগম্য হচ্ছে না ।ভিআইপি রা রাস্তা বন্ধ করে চলাচল করছে,কয়দিন পর তো বন্ধ করার মতো রাস্তা ও খুজে পাওয়া যাবে না,তখন কি হবে?
ইরাকের বাগদাদ ,যেখানে প্রতিদিন ই প্রায় বোমা বিস্ফোরণে শয়ে শয়ে মানুষ মারা যায় ,তার চেয়েও নাকি আমাদের ঢাকার অবস্থা খারাপ!
আজ থেকে দুই বছর পর কি অবস্থা হবে সেটা চিন্তা করে তো এখনই মাথা ঘুরে উঠে,মেট্রো রেল দিয়া তখন ৩-৪ কোটি মানুষ কি করবে!
আমরা আছি হাসিনা-খালেদা নিয়া,আমাদের পত্রিকা,মিডিয়া গুলাও অর্থহীন রাজনীতি নিয়া পরে আছে,নাগরিক সুবিধা,মানুষের মৌলিক অধিকার নিয়ে তো কাউকে কথা বলতে দেখছি না।ধ্বংসের দ্বার-প্রান্তে দাড়িয়েও যে বোঝে না,তার জন্য ধংসই মনে হয় অনিবার্য।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৮