আরাফাত রাহমন কোকো মারা গেলেন, কোথায় খালেদা জিয়া চোখের পানি ফেলবেন ;সেখানে তাকে জবাব দিতে হচ্ছে তিনি কেন শেখ হাসিনার সাথে দেখা করলেন না! জিয়া পরিবারের এই একমাত্র অরাজনৈতিক ব্যাক্তিই মারা গিয়ে এখন রাজনীতির জয়-পরাজয়ের হিসেবের বস্তুতে পরিণত হয়েছেন! কি অদ্ভুত ব্যাপার স্যাপার! একজন মানুষের মৃত্যু কিভাবে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে হয়ে গেল খালেদা -হাসিনার খেলা ।
বাংগালীর সব কিছুতেই পলিটিক্স, তার কোষ্ঠকাঠিন্য হইলেও সে হাসিনা-খালেদা রে গালি দিয়া টয়লেটে যায়, হাটতে গিয়া উষ্ঠা খাইলেও সরকারের চৌদ্দ গুষ্টি উদ্ধার না করে ছাড়ে না।মানুষের জীবন তার কাছে হাসিনা-খালেদার গোল সংখ্যার হিসেব মাত্র। আমাদের মিডিয়া গুলা আরো বড় সরেস, খালেদার বাড়ির গেটের তালা কোন ব্রান্ডের সেইটা তারা লাল দাগ দিয়া ব্রেকিং নিউজ কইরা দেয়, আমরা আরো বড় আহাম্মকের মতো সেই তালা পাকিস্তানি না ইন্ডিয়ান তা নিয়া টক শো তে গলা চড়াই।
গত ২০ বছরে কতজন মানুষ ( রাজনৈতিক নেতা কর্মীদের কথা বলছি না, দিন আনে দিন খায়, লোকাল বাসে চড়ে পেট্রোল বোমায় কাবাব হওয়া মানুস গুলার কথা বলছি )শুধুমাত্র হাসিনা-খালেদার গদির লড়াইয়ের বলির পাঠা হয়েছেন তা কয়জন মানুষ খবর রাখেন!
আপনার কাছে সবচেয়ে প্রিয় আপনার জীবন,আপনি যখন থেকে আরেকজন মানুষকে কেবল একটি সংখ্যা হিসেবে মনে করা শুরু করলেন, নিশ্চিত থাকেন তখন থেকেই আপনিও আরেকটি সংখ্যা হয়ে গেলেন , আপনার পোড়া কাবাব হয়ে যাওয়া শরীর শুধুই বিবেচিত হবে এভাবে, ''আজকে এই নিয়ে ৩জন পুড়ে মারা গেলেন''
আরাফাত কোকো মরিয়া প্রমাণ করিলেন বাংগালী মানুষ না , তাহারা শুধুই গদির লড়াইয়ের গুটি মাত্র।