বার্সেলোনা:
গত ৫ বছরে ওয়ার্ল্ড ফুটবলে যে ক্লাবটির নাম সবচেয়ে বেশী বার উচ্চারিত হয়েছে সেটি ফুটবল ক্লাব বার্সেলোনা।এর সাথে প্রায় সমভাবে উচ্চারিত নাম মেসি, টিকি-টাকা,অন্য গ্রহের ফুটবল, আর গার্দিওলা। সর্বকালের সেরা ফুটবল দলের মধ্যে নিজেদের ঠাঁই করে নেয়া সেই ক্লাব টি কেমন খেলছে আর কেমন যাবে এবারের সিজন!
বার্সেলোনার এবারে সিজন কাটছিলো বেশ ভাল, ৮ ম্যাচের ৭টিতে জয় আর একটিতে ড্র,লীগের শীর্ষস্থান।মেসি, নেইমার গোল পাচ্ছিলেন প্রায় প্রতি ম্যাচে; লাস্ট ম্যাচে রিয়ালের সাথে হেরে একটু শংকায় এখন ক্লাব সমর্থকরা।হারাতে খুব বেশি সমস্যা হত না, অ্যাওয়ে ম্যাচ হারতেই পারে,সমস্যা অন্য জায়গায়,হারার ধরণে। প্রথম ১০ মিনিট দেখে আপনি হয়তো ভেবে বসতে পারেন এতো আগের সেই বার্সা,মেসির ড্রিবলিং করে ভিতরে ঢুকে যাওয়া কিংবা নতুন সেনসেশন নেইমারের ফিনিশিং।কিন্তু পার্থক্য টা চোখে পরলো রিয়াল গোল দেয়ার পরে। মুহূর্তেই যেন খেই হারিয়ে ফেললো বার্সা, পুরো ম্যাচেই এলোমেলো হয়ে গেলো।
দুর্বলতার জায়গা হলো ডিফেন্স, আমার মতে বার্সার ডিফেন্স ভয়ংকর রকম দূর্বল।পিকে এই সিজনে যা খেলছে সেটা খেলতে থাকলে বার্সার কোন চান্স নাই। উপরে বলছিলাম ম্যাথিয়ুস এর কথা, ৩১ বছর বয়সি এই ডিফেন্ডারকে এনরিকে কিনলেন ১৬ মিলিয়নে! অদ্ভূত এক ট্রান্সফার! আর্সেনাল থেকে কেনা থমাস ভারমিউলান হতে পারে একটা সমাধান।
সেস ফ্যাব্রেগাস কে এই সিজনের আগে এনরিকে ছেড়ে দিলেন। জ্যাভির জায়গাটা এই স্প্যানিস ছাড়া আর কে নিতে পারে বার্সায়! খুব বড় রকম একটা ভুল হয়ে গেলো আমি বলবো। নতুন কিনে আনা র্যাকিটিচ কে সেই স্ট্যান্ডার্ড এর মনে হচ্ছে না।এই সিজন শেষে তার সবচেয়ে বড় আক্ষেপ হতে পারে এটাই।