রিয়েল মাদ্রিদ
স্পেনের রয়েল ক্লাব রিয়েল মাদ্রিদ,নিজেদের স্পেনের ব্লু ব্লাড বলে ক্লাবের সমর্থকরা। প্রচুর টাকা খরচ করে দল বানায় তারা।বিশ্বের শ্রেষ্ঠ প্লেয়ারদের দলে আনা চাই।তাই দেখা যায় সবচেয়ে দামি ফুটবলারটি রিয়েলে খেলে, ফিগো,জিদান,ক্রিস্টিয়ানো রোনাল্ডো,এখন গ্যারেথ বেল সবাই ওয়ার্ল্ড রেকর্ড ট্রান্সফার ফি তে রিয়েলে এসেছে।
এই সিজনে রিয়েল যথারীতি ৮০ মিলিয়ন ইউরো খরচ করে মোনাকো থেকে কিনেছে James Rodriguez কে,মেইনলি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা এই কলাম্বিয়ান যে ভবিষ্যত তারকা তাতে কোন সন্দেহ নেই। কিন্তু অনেকে ভ্রুকুটি করলেও রিয়েল যে রোনাল্ডো রিপ্লেসমেন্ট চাইছে এবং হামেস,বেল,ইসকো,ইরামেন্ডি,ভারান দের নিয়ে ভবিষ্যত এক গ্যালাকটিকোর দিকে যাচ্ছে এটা তারা অনুধাবন করতে পারছে না।
রিয়েল গত সিজনে ওজিলকে বিক্রি করে এত সমালোচনার মুখোমুখি হয়নি যতটা এবার ডি মারিয়া (ম্যান ইউ) এবং জ্যাভি অলোন্সো(বায়ার্ন) কে বিক্রি করে হয়েছে।না ছেড়ে অবশ্য করারও কিছু ছিল না ফিনেন্সিয়াল ফেয়ার প্লে এপ্লাই হওয়ার পর ক্লাব গুলোর আয় অনুসারেই খরচ করতে হয়।এছাড়াও হামেসের সাথে ডি মারিয়ার এবং বায়ার্ন থেকে ২৫মিলিয়ন ইউরোতে আসা টনি ক্রুসের পজিশন অনেকাংশে ওভারল্যাপ হয়ে যায়।
ইউরোপ সেরা রিয়ালের সিজন শুরুটা কিন্তু প্রত্যাশা মত হয় নি। ৭ ম্যাচে হেরেছে ২টিতে, বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে ৪র্থ স্থানে। টীম কোথায় রোনাল্ডোর কাছে এইটা কোন চিন্তার বিষয় না। ছয় ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৩টি, এলচে আর বিলবাও এর এগেইন্সটে হ্যাট্রিক।রিয়েল মাদ্রিদ জার্সি গায়ে করলেন ২২ টা হ্যাট্রিক,গোল মেশিন যেন।
এই সিজনে রিয়েল একটু স্ট্রাগল করতে পারে। কারণ বলছি, হামেসের ফার্স্ট সিজন এটা,সেই সাথে টনি ক্রুসের ও। ফার্স্ট সিজনটা প্রত্যেকটা প্লেয়ার নেয় অ্যাডাপটেশনের জন্য,টীমের সাথে যেমন,নতুন দেশ , কালচারের সাথেও।হামেস বা ক্রুস কেউই এই রকম প্লেয়ার না যে এসেই সব জয় করে ফেলবে।ও দিকে সবচেয়ে দামি প্লেয়ার গ্যারেথ বেল পুরো ফর্মে ফিরছে না এখন পর্যন্ত। ক্রিসটিয়ানো ৩০ ছুই ছুই করছে,এটাই হয়তো ওর লাস্ট অফ বেস্ট সিজনস।আর গত সিজন থেকে ও ইনজুরিতে পড়তে শুরু করেছে,বড় রকম কোন ইনজুরিতে পড়লে কার্লো আনচেলেত্তির চুলে আরো পাক ধরবে তা নিয়ে কোন সন্দেহ নেই। আরেকটা ব্যাপার যেটা এখন কেউ বলছে না সেটা হল জ্যাভি অলোন্সোর রেখে যাওয়া গ্যাপ,বিগ ম্যাচে ওর অনুপস্থিতি টের পাবে রিয়েল(স্যামি খেদিরা ইনজুরড এইটা যেন আবার ভুলে না যান)।সেন্ট্রাল স্ট্রাইকার বেনজেমার ফর্মহীনতা রিয়েলের এক বড় সমস্যা হয়ে উঠতে পারে,রোনাল্ডো গোল করা দেখেনিজে যে সেন্ট্রাল স্ট্রাইকার সেটা মনে হয় ভুলতে বসেছেন এই ফ্রেন্চ।ট্রান্সফার উইন্ডোর শুরুতে সবাই তাই ভেবে ছিলো রিয়েল নিশ্চয়ই ফ্যালকাও এর জন্য বিড দিবে;কিন্তু কোথায় কি! ধারে আনা হলো ম্যান ইউ ফ্লপ জ্যাভিয়ের 'চিচারিতো হানার্ন্দেজ কে।
কার্লো আনচেলোত্তি এক্সপেরিয়েন্সড কোচ, ১১ বছর পর রিয়েল কে লা ডেসিমা জেতানো বস্ জানেন তার কি করতে হবে।রিয়েলকে কোন অবস্থাতেই আপনি কোন কিছু থেকে ছেটে ফেলতে পারবেন না;রিয়েল এমনি,ব্লু ব্লাড।
বি:দ্র:আগামী পর্বে থাকবে বার্সেলোনা এবং অ্যাতলেটিকো মাদ্রিদ এর শিরোপা সম্ভাবনার কথা।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩১