আমাদের বেশির ভাগেরই সময় কি ভাবে কিভাবে কেটে যাচ্ছে আমরা বুঝতেও পারি না।অনেক প্ল্যান ,শখ হারিয়ে যাচ্ছে ব্যস্ততার মিথ্যা অজুহাতে।একটু সময় নিয়ে বসে ভাবলেই বুঝতে পারি আমরা যা সত্যিকার ভাবে চাই জীবনটা ঠিক সেভাবে চলছে না।আফসোস করি আর একটু সাহসী হলেই হয়তো জীবনটা অন্যরকম হত।
আবার যখন সুযোগ আসে তখন হয়তো কে কি ভাববে এটা ভেবেই পিছিয়ে যাই,মনের সুপ্ত ইচ্ছাটা কে দমিয়ে রাতে ঘুমাতে যাই পরের দিনের নতুন কোন সুযোগের স্বপ্ন নিয়ে।এভাবই কেটে যায় দিনের পর দিন,মাসের পর মাস। বছরের পর বছর কেটে যায়। মনের ভয়কে জয় করতে পারি না।
'থ্রি ইডিয়টস' এর মোরাল কে নিজের জীবনের মোরাল মানি: ''মন যা চায় সেটা করতে পারাই সত্যিকার জীবন,নয়তো বৃদ্ধ বয়সে গিয়ে আফসোস করে বলব,আহা তখন যদি এই কাজটা করতাম তাহলে জীবনটা আরেকটু সুন্দর হতো''
কিন্তু তা আর হয়ে ওঠছে না,নাগরিক চাওয়া পাওয়ার শেকলে আমি বন্দী হয়ে গেছি,আর ভাল্লাগছে না।সময় চলে যাচ্ছে,মনও কি মরে যাচ্ছে?একটু প্রাণ ভরে নিশ্বাস কবে নিতে পারবো ?
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৩