কিন্তু আদৃতার কি এরকম হওয়ার কথা ছিল? না তার কোন প্রয়োজন ছিল? আদৃতার মৃত্যুর পর তার কথিত স্বামী/প্রেমিক গ্রেফতার হয়েছে। হত্যার বর্ণনাও দিয়েছে। হয়তো্ তার শাস্তি হবে বা হবেনা। কিন্তু আদৃতা কি ফিরে আসবে?
তার জীবনের কিছু ঘটনা এখন প্রকাশ হচ্ছে যাতে বুঝা যায় মডেলিংয়ের মাধ্যমে উচ্চস্থানে পৌঁছার চেষ্ঠায় আদৃতাকে অনেক কিছু দিতে হয়েছে বিভিন্ন জনকে। আর সেই অনেক কিছু মানেই নিজের শরীর, সম্ভ্রম, আব্রু, সৌন্দর্য, লাবণ্য।
আদৃতাকে বিভিন্ন জনকে নিবির সঙ্গ দিতে হয়েছে, প্রেম করতে হয়েছে, ইন এ রিলেশনশিপ উইথ...- এ থাকতে হয়েছে, কথিত বিয়ে করতে হয়েছে, স্বল্প বসনে নগ্ন-অর্ধনগ্ন ছবি তুলতে হয়েছে, আদৃতার মতো নগ্ন ছবি তুলতে পারে সে রকম মেয়ে খুঁজে দিতে হয়েছে, সাথে থেকে ইয়াবা সেবন করতে হয়েছে. আরো অনেক অনেক কিছু...!
অর্থাৎ মডেলিং এবং ক্যারিয়ারে উন্নতি করার জন্য আদৃতাকে আসলেই কলগার্ল-এর মতো হতে হয়েছে। শেষ পর্যন্ত তার মৃত্যুর পর দাফনও হয়েছে সে নামে! আশ্চর্য নিয়তি...!
মডেলিং বা মিডিয়া জগতে যারা জড়িত তাদের অনেকের খবর আমরা জানিনা। শুধু মাঝে মধ্যে আদৃতার মতো যারা সব হারিয়ে খবর হয় তাদেরই শুধু কিছু জানি। হয়তো সব মডেলকে আদৃতার মতো সবকিছু দিতে হয়না, তবে কিছুনা কিছু যে দিতে হয়, তাতো বুঝা যায় বিভিন্ন খবর পড়ে।
আর যা দিতে হয় তা হলো নারীর সম্ভ্রম, শরীর, আব্রু। যারা নেয় তারা হলো পুরুষ। কথিত আধুনিক পুরুষ। আদৃতাদের চোখে রঙ্গিন স্বপ্ন আঁকিয়ে দেয়া পুরুষ। পুরো বিষয়টিতে জড়িয়ে আছে নষ্ট পুরুষতান্ত্রিক লোলুপ দৃষ্টিভঙ্গি। কিন্তু কিসের স্বপ্নের ঘোরে যেন আদৃতারা তা বুঝেনা, বুঝতে চায়না।
আদৃতাকে যদি প্রশ্ন করার সুযোগ পেতাম তাহলে জিজ্ঞেস করতাম, আদৃতা মডেল তো হয়েছিলে। কি দিয়েছে সেই মডেলিং তোমাকে? কিছু টাকা? কিছু পণ্যেতে ছবি? সাময়িক উপভোগ? বিভিন্ন জনের উঞ্চ ছোঁয়া? আর কিছু কি দিয়েছে?
আর কি নিয়েছে তোমার কাছ থেকে? রঙ্গিন স্বপ্ন দেখানো লম্পট পুরুষ গুলোকে কি দিতে হয়েছে এর বদলে? কখনো চিন্তা করেছিলে? নারীত্বের কি নেয়নি তারা? সবকিছু দিয়ে কি মর্যাদা তাদের কাছে পেয়েছিলে? তারাই তোমাকে বলতো, "তোমার মতো অসভ্য আরো মেয়ে খুঁজে দাওনা।" চিন্তা করে দেখেছিলে কখনো ওই সব পুরুষদের কাছে তোমার অবস্থান কি ছিল? আদৃতা, তোমরা কি কখনো বুঝার চেষ্ঠা করেছিলে ওই পুরুষ গুলো তোমার মতো একই স্বপ্ন দেখিয়ে আরো কত আদৃতাকে ব্যবহার/ভোগ করে?
না, আসলে আদৃতারা বুঝবে না। বুঝার চেষ্ঠা করবে না। তারা সবকিছু হারাবে এরপর কলগার্ল আকারে মৃত্যু বরণ করবে বা বেঁচে থাকবে। এটাই যেন মেয়েদের জন্য আধুনিকতার পুরস্কার!
আরেকটি পোস্ট- আরো শত শত আদৃতা তৈরির প্রতিযোগীতা হবে এবার বাংলাদেশে...!
আগের পোস্ট- কয়েকটি দৃশ্যপট .... নেত্রীর দিনকাল!
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৪৬