



ফেসবুকে এই পংকজকে লেখা একটি কবিতা পেলাম।
পংকজদা, আপনাকে অভিনন্দন!
কামরুল আলম
পংকজদা, আপনি তো সভাপতি বাংলাদেশ ছাত্রলীগের
আপনি প্রতিনিধি হাজার হাজার ছাত্রছাত্রীর;
শিবিরকে তাড়াতে চান তাড়ান, ওদেরকে টুকরো টুকরো
করে কেটে ভাসিয়ে দিন সুরমার জলে
সে আপনাদের রাজনীতির অভ্যন্তরীন ব্যাপার
আমার বলার কিছু ছিল না তাতে।
পংকজদা, মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত যখন
বারবার ব্যর্থতার পরিচয় দিয়ে সিলেটের আকাশকে
আধো আলো আধো অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিলেন
ঠিক সে মুহূর্তে মাননীয় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ
কিছুটা হলেও সিলেটের আকাশে নক্ষত্রের বাগান তৈরির
স্বপ্ন দেখছিলেন; তাঁর সেই বাগানে আপনি কেন হানা দিলেন?
পংকজদা, আপনাকে আদাব! আপনি তো গৌড় গোবিন্দের উত্তরসূরী
তাই এমসি হোস্টেলে নামাজী ছাত্রদের দেখলে আপনার
অন্তর্জালা শুরু হয়, আমি জানি। আর সেটাই স্বাভাবিক।
তাই বলে শিক্ষামন্ত্রীর স্মৃতিবিজড়িত এই শত বছরের ঐতিহ্যে লালিত
সবুজের ছায়াঘেরা এমসি হোস্টেলকেই জ্বালিয়ে দিবেন?
পংকজদা, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমে দেখেছি আপনি বলছেন
আপনারা আগুন দিয়ে শিবির তাড়িয়েছেন, স্বীকার করে নিয়েছেন
এজন্যে আপনাকে অনেক ধন্যবাদ। কেননা আজকাল এমন সৎ যোগ্য
রাজনীতিবিদের দেখা পাওয়া বেশ কঠিন। শিবিরকে তাড়ানোর কি
আর কোন কৌশলই আপনি কাজে লাগাতে পারেননি। আপনার তো
পুলিশ বাহিনী ছিল ওদেরকে বলে দিলে ওরাই ফয়সালা করে দিত।
পংকজদা, হোস্টেল জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে এ তো সাময়িক বিষয়।
হোস্টেলের সাথে সাথে হাজার হাজার মানুষের কলিজাও যে পুড়ে গেছে
তা কি আপনি দেখছেন? পংকজদা আপনাকে অভিনন্দন। শুধু আফসোস
আমার দুঃসম্পর্কের এক ছোট ভাই যার কোন রাজনৈতিক পরিচয় নেই,
তার সদ্য কেনা ল্যাপটপ আর সার্টিফিকেটগুলো পুড়ে ছাই হয়ে যাওয়ায়
ডুকরে কেঁদে উঠছে দেখে আমার চোখের পানিও আটকাতে পারলাম না।
পংকজদা, পত্রিকায় দেখলাম মসজিদেও আগুন দিয়েছেন, পুড়ে গেছে
মসজিদ, পুড়ে ছাই হয়েছে অসংখ্য কুরআন আর হাদীসের বই,
তা না হয় পুড়েই গেল যাক। ওগুলো আবার জুড়ে নেওয়া যাবে।
কিন্তু দাদা, যে শিবিরকে তাড়ানোর জন্যে এত আয়োজন সেই শিবিরকে
সত্যি কি আপনারা তাড়াতে পেরেছেন? তারা তো এই শহরেই থেকে গেল,
তারা তো এই দেশেই বসবাস করছে। পংকজদা, তাহলে কি আপনারা
অবশেষে এই দেশেই আগুন লাগিয়ে দেবেন শিবির তাড়ানোর জন্যে?
পুড়ে ছাই হয়ে যাবে পুরো দেশ, সঙ্গে পুড়বে মসজিদ মাদ্রাসাগুলো?
শুধু অক্ষত থাকবে মন্দিরগুলো যেমন অক্ষত রয়েছে এমসি হোস্টেলের হিন্দু ব্লক?
পংকজদা, আপনারা তাই করুন যেটা আপনাদের মর্জি হয়
শুধু একবার বিবেবেকের দরজায় কড়া নাড়ুন আর জানতে চান,
এটাই কি ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, এই কি আমাদের স্বাধীনতা?