১। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে রাজনীতির ময়দান থেকে নির্বাসিত করতে মাইনাস টু ফর্মুলার তত্ত্ব এনে জোরকদমে মাঠে নেমেছিলেন।
২। দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগের বারটা বাজানোর অ্যাসাইনমেন্ট নিয়ে নেমে ছিলেন।
৩। কমিউনিস্ট পার্টিকে ধ্বংস করার চেষ্টায় অভিযুক্ত।
৪। ষাটের দশকের ছাত্ররাজনীতির নায়ক বন্ধুরা আড়ালে-আবডালে তাকে 'শত্রু ভয়ঙ্কর' বলে ডাকেন।
৫। দেশি-বিদেশি নানা শক্তি, আর তার দৈনিক ঘিরে তৈরি হওয়া তথাকথিত সুশীল সিন্ডিকেট মিলে খেলছেন।
৬। যিনি ছাত্রজীবনের সোনালি সময় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের মিষ্টি তরুণীর সঙ্গে গভীর প্রেমে মগ্ন থেকেছেন।
৭। বন্ধুরা রসিকতা করে বলেন, প্রেম করেছেন অনেকের সঙ্গে, ঘর করছেন আরেকজনের সঙ্গে।
৮।ছাত্র ইউনিয়ন করাকালে আলোচিত প্রেমিকাকে নেতার বাসর শয্যায় পাঠিয়ে আমুদে হেসেছেন।
৯। কমিউনিস্ট পার্টির মূল্যায়নে 'আত্মপ্রতারক' খেতাবপ্রাপ্ত।
১০। পল্টন মোড়ের মুচি গোপালের কাছে ছেঁড়া স্যান্ডেল সেলাই করিয়ে নেওয়া সেদিনের এক সাংবাদিক এখন দেশের অন্যতম ধনকুবের।
১১। ...........
১২। .......
১৩। ...
....
পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম।
একটাও আমার কথা না। কিন্তু কাহিনীটা কি ??? পত্রিকাওয়ালারা নিজেরা কামড়া কমড়ি করলে আমরা কি করবো????