ভারতের হিন্দু গ্রুপস লস্কর-ই-তৈয়বার চেয়েও বড় হুমকি---রাহুল গান্ধী
রাহুল গান্ধি বিতর্কে জড়িয়ে গেলেন ‘হিন্দু' সন্ত্রাসবাদের প্রশ্নে। কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে গেল কংগ্রেস পার্টি। এই নয়া বিতর্কের মূলে উইকিলিকসের ফাঁস করা এক বার্তা। যাতে বলা হয়েছে, ভারতে হিন্দু মৌলবাদী সংগঠনগুলোকে লস্কর-ই-তৈয়বার থেকেও বিপজ্জনক বলে মন্তব্য করেছিলেন রাহুল। গত বছর জুলাইয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিনটনের সম্মানে আয়োজিত এক মধ্যাহ্নভোজে তিনি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টিমোথি রোমারকে এ কথা বলেন। পাশে বসা রাহুলকে এ দেশে লস্করের কার্যকলাপ সম্পর্কে প্রশ্ন করেছিলেন রোমার। জবাবে রাহুল বলেন, ‘ভারতে মুসলিম সম্প্রদায়ের কোনও কোনও অংশ থেকে লস্কর-ই-তৈয়বা সমর্থন পেলেও তাদের চেয়ে বড় আশঙ্কার বিষয় হলো হিন্দু মৌলবাদী সংগঠনের বাড়বাড়ন্ত।'
রাহুলের এই মন্তব্য নিয়েই শনিবার সকাল থেকে তোলপাড় পড়ে যায় জাতীয় রাজনীতিতে। বিজেপি-আরএসএস তথা সঙ্ঘ পরিবার কার্যত রে রে করে ওঠার মতো করেই আক্রমণ শানায় কংগ্রেস ও গান্ধী পরিবারের এই তরুণ নেতার বিরুদ্ধে। বিজেপি'র রবিশঙ্কর প্রসাদ অভিযোগ তোলেন, এক তো লস্করসহ পাক জঙ্গি গোষ্ঠীগুলোই এতে উৎসাহ পাবে, তার ওপর বিদেশী রাষ্ট্রদূতের কাছে দেশের ঘরোয়া সমস্যা নিয়ে কথা বলে ভারতকে খাটো করেছেন রাহুল। রাহুলের ‘বড় হতে' আরও সময় লাগবে বলে কটাক্ষ করে রবিশঙ্কর এ-ও বলেন, ‘উনি দেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চাইছেন। উনি মনে করছেন, হিন্দুদের বিরুদ্ধে কথা বললে মুসলিমরা উত্তরপ্রদেশে কংগ্রেসকে ভোট দেবেন। এই রাজনীতি দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক।'
স্বাভাবিকভাবেই এই আক্রমণে গোড়ায় কিছুটা অস্বস্তি ও বিভ্রান্তিতে পড়ে যান কংগ্রেস নেতৃত্ব। দলের তরফে প্রথমে বলা হয়, রাহুলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কিন্তু পরে রাহুলের তরফে একটি কৌশলী বিবৃতি দিয়ে বলা হয়, ‘রাহুল গান্ধী মনে করেন সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িকতা দেশের সামনে বড় আশঙ্কার বিষয়। সব ধরনের সন্ত্রাস সম্পর্কেই সতর্ক থাকা উচিত, কারা সেই সন্ত্রাসের ঘটনায় জড়িত তা বড় কথা নয়।'
গত মাসে দিল্লীতে এআইসিসি'র এক বৈঠকে খোদ সোনিয়া গান্ধীই হিন্দু সন্ত্রাসবাদ প্রশ্নে বিজেপি তথা সঙ্ঘ পরিবারের তীব্র সমালোচনা করেছেন। এর প্রথম উদ্দেশ্য হল, দুর্নীতি থেকে বিতর্কের মুখ ঘুরিয়ে দেয়া। দ্বিতীয়ত, সংখ্যালঘু মহলকে বার্তা দেয়া। আর সর্বোপরি, বিজেপি যখন কট্টর হিন্দুত্বের পথ ছেড়ে মধ্যপন্থা নিয়ে চলতে চাইছে, তখন আরও বেশি করে তাদের সাম্প্রদায়িক বলে চিহ্নিত করা।
আনন্দবাজার পত্রিকা।
Click This Link
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন