ট্রান্সজেন্ডারদের নিয়ে দেখলাম অনেক বড় বড় প্রতিস্ঠান কাজ করছে। যেমন কয়েকটি হলো:
বেসরকারি এনজিও প্রতিষ্ঠান লাইট হাউজে
ঢাকায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন
ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসে
সুস্থ জীবন
সিড়ি সমাজ কল্যাণ সংস্থা
বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন
এবং
সমাজসেবা অধিদপ্তর
আমার প্রশ্ন হলো সমাজে পুরুষকে নারী এবং নারীকে পুরুষ করলে কি লাভ হয়? যার জন্য এতোগুলো বড় বড় প্রতিস্ঠান কাজ করছে, তাও এতো সিরিয়াসভাবে?
কি কি লাভ?
১। এটা করলে বিশাল ব্যবসা হবে?
২। এটা করলে ক্ষমতা বাড়বে?
৩। সাম্রাজ্য বাড়বে?
৪। তাছাড়া আর কি কি পাওয়া যেতে পারে?
আমি তো তেমন কিছুই দেখছি না, যার জন্য আমরা দুনিয়াতে ঝাপিয়ে পড়ি। ট্রান্সজেন্ডার নিয়ে কোনো ব্যবসায়িক উদ্দ্যেশ্য খুজে পাচ্ছি না, কোনো রাজনৈতিক উদ্দ্যেশ্যও দেখতে পাচ্ছি না, তাহলে?
হ্যা, একটা জিনিস তারা অর্জন করতে পারবে, সেটা হলো, গুনাহ, পাপ বা আল্লাহপাক যা করতে নিষেধ করেছেন তা করা।
আল্লাহ এটা করতে শক্তভাবে নিষেধ করেছেন। আর তারা তাই করবে।
অতএব দুনিয়ার কোনো উদ্দ্যেশ্য এখানে দেখা না গেলেও ধর্মীয় উদ্দ্যেশ্য স্পস্ট। তারা যে, কেনো এই ধর্ম নিয়ে পড়ে থাকে !!! ফার্স্ট ওয়াল্ড যে কোনো এখনো আমাদের মত সেকুলার, স্মার্ট হ্ইতে পারলো না, আফসোস।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩