ফিলিস্তিনে ইসরাইলের কর্মকান্ড কি দিয়ে জাস্টিফাইড করবেন? ৩ ধরনের জাস্টিফিকেশন লক্ষ্য করা যায়।
১। যারা প্রতিবন্ধি টাইপের মানুষ, না বুঝেই ইসরাইলের শান, শওকত, প্রভাব প্রতিপত্তি দেখে তার পক্ষপাতী। তাদের কোনো যুক্তি বা সেন্স-এর প্রয়োজন হয়না। ইসরাইল যা করে, সবই সঠিক।
২। গুটি কিছু লোক যারা এমন কিছুর পিছনে ছুটছে, তারা জানে সেটা কি। এবং তারা তা অর্জনের জন্য প্রচলিত সব লজিক এন্ড সেন্স কে বৃদ্ধাংগুলি দেখাতেও কৃপনতা করছে না। আমাদের যতই এবসার্ড মনে হোক, তাতে তাদের কিছু যায় আসে না। বরং মনে মনে তারা হাসে।
৩। আর একদল যাদেরকে লম্বা সময় ধরে সিস্টেম্যটিকেলি বেকায়দায় ফেলা হয়েছে, তারাও জানে তারা কি করছে।
দ্বিতীয় আর তৃতীয় দল আপনার আমার মগজের উপর দিয়ে চলে। আপনি মানুন বা না মানুন। দ্বিতীয় দলকে ঠেকাবে তৃতীয় দলটি এবং সেটাও অবসম্ভাবী ।
আমাদের দৌড় যে সাইন্স পর্যন্ত , দ্বিতীয় আর তৃতীয় দল তার অনেক উপরের সাইন্স নিয়ে খেলছে। দ্বিতীয় দলের ডিসপ্লে হচ্ছে দুনিয়া আর তৃতীয় দলের ডিসপ্লে হচ্ছে আখেরাত। স্বভাবতই দুনিয়াবাসির অধিকাংশই দুনিয়ার ডিসপ্লের দিকে তাকিয়ে থাকে আর thumps up , congrats করে।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৭:৫৪