আল্লাহুম্মা সাল্লি 'আলা মুহাম্মাদিওঁ
ওয়া 'আলা আলি মুদাম্মাদিন।
কামা সাল্লাইতা 'আলা ইবরাহীমা ওয়া 'আলা আলি ইবরাহীমা ইন্নাকা হামীদুম
মাজীদ।
আল্লাহুম্মা বারিক 'আলা মুহাম্মাদিওঁ
ওয়া 'আলা আলি মুদাম্মাদিন।
কামা বারাক্তা 'আলা ইবরাহীমা ওয়া 'আলা আলি ইবরাহীমা ইন্নাকা হামীদুম
মাজীদ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
"আর তোমরা যদি সুদের টাকা না ছাড়, তাহলে আল্লাহ ও তাঁর রাসুলের সাথে যুদ্ধ করার জন্যে প্রস্তুতি গ্রহণ কর।" - সূরা বাকারা -২৭৯
কারেন্ট বিল দিতে দেরি? সুদ দেন।
খাজনা দিতে দেরি? সুদ দেন।
বাড়ি করবেন? নিজের টাকায়? ট্যাক্সের পেরেশানি সামলান নতুবা ব্যংক থেকে সুদে লোন নেন। ট্যাক্সের সকল পেরেশানি মাফ।
ব্যংকে টাকা রাখবেন? সুদ নেন।
যাবেন কই? আপনি মুসলমান? আপনাকে আল্লাহ ও রাসুলের (সা: ) এর বিরুদ্ধে যুদ্ধে নামাবেই।
কে করলো এতো ফাইন টিউন করা ফাদ? কেন করলো?
যে বা যারাই করুক আর যে কারণেই করুক। আমাদের কি কিছুই করার নাই? আমরা কি কোন কাউন্টার ফাইনান্সিয়াল সিস্টেম দাড়া করাতে পারি না?
চলুন আমরা আল্লাহ ও রাসুলের (সা: ) এর বিরুদ্ধে যুদ্ধে না নেমে আল্লাহ ও রাসুলের (সা: ) এর পক্ষে নামি। জান মাল ও সময়কে একাজে উৎর্সগ করি।
আমার ভাইদের কাছে brain storming এর অনুরোধ। একেক জনের একেক বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা। সকলে মিলে চেস্টা করলে কিছু একটা বের হয়ে আসবে। সবচেয়ে বড় বিষয় আমাদের সহী নিয়ত ও চেস্টা থাকলে আশা করা যায় আল্লাহপাক আমাদের কবুল করবেন ও আমাদের কাছ থেকে খেদমত নিবেন।
চলুন কাজে নেমে পড়ি-
ক) আমরা কি কি কারনে সুদ দিতে বাধ্য হচ্ছি?
========================================
১। যে কোন ধরনের ব্যংক লোন ( বাড়ি বানানো, ব্যবসা বাড়ানো ইত্যাদি)
২। সরকারি সার্ভিসের বিল পরিশোধের ক্ষেত্রে দেরি করলে (কারেন্ট বিল, গ্যাস বিল ইত্যাদি)
৩। ব্যাংকে টাকা জমা রাখতে গিয়ে ( বস্তায় বেধে তো আর বাড়িতে রাখা যায় না। তাই অনেকে টাকা রাখার জন্যও সুদের ফাদে পড়েন )
৪। ???
৫। ???
৬। ???
খ) যে কোন ধরনের ব্যংক লোন ( বাড়ি বানানো, ব্যবসা বাড়ানো ইত্যাদি)
=============================================
বিকল্প :
১। আমরা ব্যাংক থেকে টাকা না নিয়ে এমন কোন একটা ফান্ড বা প্রতিস্ঠান থেকে যদি টাকা নিতে পারতাম যে কিনা বিনা সুদে আমাদের কে টাকা দিবে?
২।???
৩। ???
সিদ্ধান্ত:
১। এমন একটা একটা ফান্ড বা প্রতিস্ঠান তৈরি করা যেতে পারে
২। ???
৩। ???
সমস্যা:
১। ফান্ড বা প্রতিস্ঠানের মুলধন পাবো কিভাবে?
২। মুলধন পেলেও ওটার পরিচালনার খরচ উঠাবো কিভাবে?
৩। পরিচালনা কিভাবে করা হবে?
৪। ???
৫। ???
প্রস্তাবনা:
গ) ফান্ড বা প্রতিস্ঠানের মুলধন পাবো কিভাবে?
===============================
১। অনেক মুসলমান ভাই টাকা রাখার জন্য ব্যংকে রাখেন। সুদের জন্য না। উনারা শরিয়ত সম্মত বিকল্প কোন উপায় না পেয়ে ব্যংকে রাখেন। আল্লাহপাক আমাদের মাধ্যমে খাস কোন ব্যবস্থা করালে উনারা অবশ্যই সেখানে রাখবেন। এতে ২টি সমস্যা (সুদ মুক্ত টাকা রাখার জায়গা ও বিনা সুদে টাকা দেয়ার মুলধন )এক সাথে সমাধান হবে ইনশা আল্লাহ।
২। যারা টাকা রাখবেন তাদের কে ফান্ডের শেয়ার দেয়া যেতে পারে। উনি যখন খুশি সেটা লিকুইডিশন করতে পারবেন। ফলে সুদের মাধ্যমে আয় করতে হবে না। আমরা সবাই সততা ও দক্ষতার সাথে কাজ করলে লভাংশও পাবেন
৩। ???
ঘ) মুলধন পেলেও ওটার পরিচালনার খরচ উঠাবো কিভাবে?
=======================================
মুসলমান ভাইয়ের আমানত নিয়ে বিনা সুদে অপর মুসলমানকে দিবো ঠিক আছে। কিন্তু এতে অনেক গুলো ঝুকি আছে
সমস্যা ১। যে ভাইকে দিবো সে ভাই যদি ফেরত না দেয়?
সমাধান: বন্ধক ব্যবস্থা নেয়া যেতে পারে।
সমস্যা ২। আয়ের কোন ব্যবস্থা না থাকলে পরিচালনা ব্যয়ের কারনে আমানত/মূলধন / ফান্ডের ঘাটতি তৈরি হবে
সমাধান ১: ভ্যালু এডেড সার্ভিস দিয়ে আয় করা যেতে পারে। উদাহরন হিসাবে যে ভাই বাড়ি করার জন্য বিনা সুদে লোন নিবেন উনি তো কাউকে না কাউকে দিয়ে বাড়ি বানাবেন। আমরা উনাকে শর্ত দিতে পারি আমাদের লিস্টেড কন্সট্টাকশন ফার্ম দিয়ে বাড়ি বানাতে হবে। আমরা ঐসব লিস্টেড ফার্ম থেকে প্রফিট শেয়ার করবো (আলেম দের থেকে জানতে হবে এটা হালাল কিনা)
আবার আমরা এও শর্ত দিতে পারি, আপনার বাড়ি তৈরি হওয়ার পর ওটার বিল্ডিং ম্যানেজমেন্ট আমরা করবো ( লিফ্ট, সিকিউরিটি এসব)
সমাধান ২:
আল্লাহ আমাকে ও সবাইকে রাসুল (সা: ) উসিলায় মাফ করো ও সাহায্য করো। ভরসা তোমারই উপর।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯