1. লেখাপড়া করতে কখনোই আমার ভালো লাগতো না... এর চাইতে আড্ডাতে গিয়ে চুপচাপ সব্বার কথা শুনতে বরং ভালো লাগতো। যার কারনে এখনো আমি স্কুলে পড়তেছি।.ছোটকালে কত্তো বই যে পড়েছি... মাসুদ রানা, ওয়েস্টার্ন, বনহুর, পাঞ্জা... ... বড় মানুষ না তো এর জন্য জীবন-জীবিকা সম্পর্কে কঠিন কঠিন বইগুলো পড়ার সুযোগ হয়নি। হয়তো জানিই না ওই সকল বই সম্পর্কে। তবে কবিতা পড়তে ও শুনতে সব সময়ই আমার ভালো লাগে...
2. শিশির ভেজা ভোরে ভালো লাগে হাটতে দুটি খেতের মাঝের আল দিয়ে... বাতাশে শস্যের গন্ধ আমাকে মোহিত করে। মেঠো পথ ধরে হাটতে হাটতে কখনো কোন চা এর দোকানে বসে গরম্নর দুধ এর সাথে গুড় এর মিশ্রনের চা... এখনো মনে হয় জিবে লেগে আছে...
3. মানুষ হিসেবে কিছু বিষয় আমি মেনে চলি। আমার কাছে মনে হয়... যদি আমি সততা কে ইমপর্টেন্স দেই তাহলে অন্যান্য গুনাবলির অনেক কিছুই কভার হয়ে যায়। নিজের কাঝে অনেস্ট থাকা... নিজের বিবেকের কাছে সৎ থাকা...নিজেকে তৃপ্ত করে। স্বার্থপরতা ভালো লাগেনা। মানুষকে প্রচ- বিশ্বাস করি। আর হয়তো এর জন্যই ঠকতে হলো।
4. যে কোন মিষ্টি জাতীয় খাবার আমার খুবই প্রিয়। যে কেউ রান্না করে দাওয়াত দিলে আমি আবার না করতে পারি না... ঝাল একদম ভালো লাগে না... ইভেন ঝাল কথাও
5. গান আমার জীবন... তাই বলে ভেবে বইসেন না যে আমি গান গাই... সময় ভেদে বিভিন্ন গান শুনি। এ একটা কাজে আমার কোন আলসেমী নাই... রাতে শুয়ে শুয়ে নিশ্চয় হার্ড রক শুনবো না ... তাই না?
আর কি লিখবো? কিছু খুজে পাচ্ছিনা... এইটা পড়তে পড়তে যদি চোখে জ্বালা ধরে যায়... তাহলে মিনারেল ওয়াটার দিয়ে চোখ ধুয়ে আসুন