somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাম্পত্য জীবন এক মহাকাব্য।

১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দু'টি মানুষের সামাজিক বন্ধন নিয়ে তৈরি হওয়া একটি পথের নামই দাম্পত্য জীবন। বিবাহবন্ধন আসলে দুই পরিবারের দুইটি মানুষের একসাথে পথ চলার অঙ্গীকার। আপাত দৃষ্টিতে দু’জন মানুষ নিয়ে তৈরি হওয়া একটি সম্পর্ক দেখা গেলেও এটা শুধুমাত্র দু'জনের নয় এখানে অনেক মানুষের সম্পর্ক জড়িত। দাম্পত্যজীবন মানেই বিবাহবন্ধনের মাধ্যমে দুইটি পরিবারের গাঁথনি, সন্তান জন্ম দিয়ে তাদের গড়ে তোলা আর একসাথে পথচলার প্রতিশ্রুতি। সময় প্রবাহে ভিন্ন দুইটি মানুষের মধ্যে জন্ম নেয় প্রবল আস্থা। সূতা নেই তবুও বন্ধন, হাসি কান্নার এক মায়াবী জাল। এক কথায় সংসার মানেই মায়া। একে অপরের পছন্দের প্রতি সহনশীল ও শ্রদ্ধাশীল হয়ে পথ চলাই দাম্পত্যজীবনের লক্ষ্য হওয়া উচিৎ। সম্ভাব্য কি কি কারণে দাম্পত্যকলহ হতে পারে সেটাই আজকের আলোচনার বিষয়।
ভালোবেসেই হোক আর পারিবারিক পছন্দেই হোক ভিন্ন পরিবারের দু’টি মানুষ একসাথে চলার সময় কিছু অমিল থাকতেই পারে। বিবাহিত জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দের অন্যতম কারণ উভয় পক্ষের পারিবারিক পিছুটান ও কর্তব্যপালন। আরো অনেক কারণেই বিবাহিত জীবন বিষিয়ে উঠতে পারে। দাম্পত্যজীবনে অশান্তির প্রধান কারণ হিসাবে সাধারণত যে সমস্যাগুলো দেখা যায় –
১. মতের বিরুদ্ধে বিবাহ এবং বাল্যবিবাহ
২. দু’জনের বয়স এবং শিক্ষাগত যোগ্যতার বেশি অসমতা
৩. পরস্পরের প্রতি বিশ্বাসের অভাব
৪. উভয় উভয়ের পরিবারের প্রতি শ্রদ্ধাশীল না হওয়া
৫. অর্থনৈতিক কারণ
৬. ভুল বুঝাবুঝি
৭. সন্তান বা পুত্র সন্তান প্রজননে অক্ষমতা
৮. নিত্যদিনের ব্যস্ততা
৯. হিংসা ও বিদ্বেষ
১০. ক্রোধ এবং অসহনশীলতা
১১. সমস্যা খোলাখুলি আলোচনা না করা
১২. দুই পরিবারের মধ্যে সামাজিক অসমতা
১৩. শারীরিক ও মানসিক অসুস্থ্যতা
১৪. একে অপরের কাছে অসংগত প্রত্যাশা করা
১৫. অসৎ বন্ধু মহল
১৬. বিবাহ বহির্ভুত সম্পর্ক

মতের বিরুদ্ধে এবং বাল্যবিবাহ থেকে অনেক সময় দাম্পত্যকলহ শুরু হতে দেখা যায়। এক্ষেত্রে দু’জনের মানসিক অসমতা কাজ করে। দু’জনের শিক্ষাগত যোগ্যতার বড় ব্যবধান আশা ভঙ্গের জন্ম দেয়।
দেখা যায় এক সাথে বাস করেও একে অপরকে বিশ্বাস না করতে না পারার মতো সমস্যায় ভুগছে দম্পতি। এই সমস্যা দু'জনকে আস্তে আস্তে দূরে ঠেলে দেয়, নিজেদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করে।
স্বামী-স্ত্রীর মধ্যে বিশ্বাসের ভিত যতো বেশি নড়বড়ে হয় ভুল বুঝাবুঝি ততো বেশি হয়।
অনেক সময় দেখা যায় স্বামী বা স্ত্রী শুধু তাঁদের নিজের পরিবার নিয়েই বেশি ব্যস্ত থেকে অপরের পরিবারের প্রতি কর্তব্যবোধের কথা ভাবতে কার্পণ্য করছে। এতে দু'জনের মধ্যে মানসিক ক্ষোভ এবং অশ্রদ্ধার জন্ম নেয়, ধীরে ধীরে নিজেদের মধ্যে দূরত্ব ও অনীহা তৈরি হতে থাকে।
অর্থনৈতিক সচ্ছলতা এবং অসচ্ছলতা দুইই সংসারে অশান্তি ডেকে আনতে পারে। এই সমস্যা স্ত্রীদের ক্ষেত্রেই বেশী হয় কারণ তারা নিজেদের অসহায় ভাবে এবং সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে দুশ্চিন্তা করে সংসারে অশান্তি তৈরি করে। অনেকেই ভুলে যার স্বামী বা বাবা হিসাবে পুরুষরাও কম দায়িত্ববান নয়।
অজ্ঞানতার কারণে পুত্র সন্তান জন্ম না দেয়ার জন্য অথবা সন্তান প্রজননে অক্ষমতার জন্য স্ত্রীকে দায়ী করা হয় যা দু’জনের অসম্পূর্ণতার কারণেই হতে পারে। প্রতিদিনের ব্যস্ত জীবনে একে অপরকে সময় দিতে না পারলে দাম্পত্যজীবনে নিজেদের অগোচোরে কোলাহল শুরু হয় যার প্রতিফলন সন্তানদের জীবনেও পরে।
স্ত্রীর সাফল্যে অনেক সময় স্বামী হিংসা পরায়ণ হয়ে ওঠে এই বিষয়টি স্বামীদের ক্ষেত্রে বেশি প্রকট। স্বামীদের সাফল্যে স্ত্রীরা সাধারণত গর্ব বোধ করে আর স্ত্রীদের সাফল্যে অনেক সময় স্বামীদের ইনসিকিউর হতে দেখা যায়। দু'টি মানুষ প্রতিদিন এক সাথে চলতে গিয়ে ভুলত্রুটি হয় বা হতেই পারে। এই ক্ষেত্রে উভয়ের সংবেদনশীলতা এবং ধৈর্যের অভাব দাম্পত্যকলহের একটি বিশেষ কারণ হিসাবে দেখা যায়। অনেক ক্ষেত্রে এই বিস্ফারণগুলো সন্তানদের সামনে এমনকি পরিবারের অন্য সদস্যদের সামনেও ঘটতে দেখা যায় যা সন্তানদের জীবনে হতাশা তৈরি করে কারণ সন্তানরা সব সময় বাবা-মাকে সুখী এবং হাসিখুশি দেখতে চায়।
সংসারের যে কোনো সমস্যা স্বামী-স্ত্রী মিলে খোলামেলা আলোচনা করা সম্পর্কের সুস্বাস্থ্যের জন্য আবশ্যক।
সামাজিক জীবনে স্বামী-স্ত্রীর পারিবারিক অসমতা সংসারে অশান্তির কারণ হতে পারে এই ক্ষেত্রে স্ত্রীদের মায়েরা অগ্রগণ্য। অনেক সময় মেয়েদের সংসারে আশান্তির প্রধান ভূমিকা পালন করতে দেখা যায় তাঁদের মায়েদের যারা মেয়েদের সংসারে হস্তক্ষেপ করে। স্বামীর পরিবার থেকেও এই সমস্যা হতে পারে না তা নয়।
বিবাহিত জীবনে দু’জনের যে কোনো একজন শারীরিক বা মানসিকভাবে অসুস্থ্য হলে সংসারের শান্তি ব্যহত হয় এই জন্য নিজেদের যতদূর সম্ভব উভয়কে অশান্তির কারণগুলো থেকে দূরে থাকার জন্য সচেষ্ট হওয়া উচিৎ।
পারিপার্শ্বিক দেখাদেখিতে অনেক সময় স্বামী-স্ত্রী একে অপরের কাছে অসংগত প্রত্যাশা করে থাকে যা সংসারে প্রলয় ডেকে আনে বা আনতে পারে। এই ক্ষেত্রে স্ত্রীর ভূমিকাই বেশি কারণ নিজের স্বামীর সক্ষমতার কথা ভুলে গিয়ে অনেকেই অন্যের স্বামী কি করলো সেকথা নিয়ে সংসারে তাণ্ডব ঘটায়। সংসারের প্রতিদিন পাওয়া না-পাওয়ার হিসাব কষে একসময় কেউ কেউ বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়ে পরে।
উপরে উল্লেখিত সমস্যাগুলো সমাধান বা মিনিমাইজ করা খুব যে অসম্ভব তা নয়। এর জন্য প্রয়োজন দু’জনের আন্তরিক ইচ্ছা, দরকার একে অপরকে ভালো ভাবে বুঝতে পারার আগ্রহ। নিজেদের মধ্যে বিশ্বাসের ভিত গড়ে তোলা এই সব সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে। ভাবতে ও মানতে হবে সংসারটা একজনের নয়, উভয়ের। দু'জনকেই মনে রাখতে হবে তাদের প্রত্যেকটি ভালো বা মন্দ আচরণ সন্তানদের জীবনে প্রভাব ফেলবে সেই হিসাবে উভয়কে আচরণ করতে হবে বা চলতে হবে। বাবা-মায়ের অশান্তির কারণে অনেক সময় সন্তানেরা আত্মঘাতী সিদ্ধান্ত নেয়। যে কোনো সমস্যা দু'জনের খোলাখুলি আলোচনা করলে ভুল বুঝাবুঝি কমে যায়, যে ক্ষেত্রে স্বামীদের সমস্যাই বেশি কারণ তারা স্ত্রীদের কাছে সমস্যার কথা বলে না বা বলতে চায় না।
অসৎ বন্ধু মহলও অনেক সময় সমস্যার আগুনে ঘি ঢালতে পারে, সেদিকে লক্ষ্য রাখা দরকার।
প্রতিদিনের ছোটো ছোটো সমস্যা জমা হয়ে এক সময় বড় বিস্ফারণ ঘটায়। এর ফলে বেড়ে যায় বিবাহ বহির্ভুত সম্পর্ক, ডিভোর্স এবং আত্মহত্যার মতো দুর্ঘটনা। নিজেরা একটু সচেতন হলে এসব দূর্ঘটনা অবশ্যই এড়ানো সম্ভব।
দাম্পত্য জীবনে সুখী হওয়ার মূলমন্ত্রঃ দু’জনকেই সুখী হতে চাইতে হবে এবং একসাথে ধৈর্য নিয়ে পথ চলার সদিচ্ছা থাকতে হবে।
বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার অর্থই একে অপরের কাছে নিজেকে বন্দি করা এরকম ভাবলে বা আচরণ করলে সংসারে একঘেয়েমী আসে।
সর্বপোরি সংসার জীবনে একে অপরের সাথে অটুট বন্ধনে আবদ্ধ হয়েও নিজস্ব স্বাধীনতাকে শ্রদ্ধা করতে হবে। এই লেখাগুলো নিজের পারিবারিক ও নারীদের মানসিক সমস্যার কারণ নিয়ে গবেষণার অভিজ্ঞতার আলোকে লেখা। অল্প কথায় দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করা দূরহ। সময় এবং সুযোগ সাপেক্ষে বিষয়টি নিয়ে ধারাবাহিক ভাবে লেখার ইচ্ছা রইলো।

সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বৈরাচারী আওয়ামীলীগ হঠাৎ মেহজাবীনের পিছে লাগছে কেন ?

লিখেছেন শিশির খান ১৪, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৭:৪১


স্বৈরচারী আওয়ামীলীগ এইবার অভিনেত্রী মেহজাবীনের পিছনে লাগছে। ৫ ই আগস্ট মেহজাবীন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন ‘স্বাধীন’। সেই স্ট্যাটাসের স্ক্রিনশট যুক্ত করে অভিনেত্রীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেইসবুকে... ...বাকিটুকু পড়ুন

বিড়াল নিয়ে হাদিস কি বলে?

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৪



সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪১





বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩২



জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন

=বেলা যে যায় চলে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯



রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।

সব কী... ...বাকিটুকু পড়ুন

×