বিশ্বকাপ ক্রিকেট সেমি-ফাইনাল ২০১৫
স্কুল জীবনে রেডিও কানের কাছে ধরে মাঠে বসে ধারাভাষ্য শুনে শুনে ক্রিকেট খেলা দেখার মধ্য দিয়েই শুরু হয় আমার ক্রিকেট প্রেম। খোদা বক্স মৃধা ছিলেন আমার প্রিয় ধারাভাষ্যকার। যদিও সব সময় বলি বাংলাদেশ আর ইংল্যান্ডের মধ্যে খেলা হলে নীতিগতভাবে মাঝখানে অবস্থান করি, আসলে কি তাই? এবারের ক্রিকেট খেলায় ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ প্রথম বারের মত কোয়ার্টার ফাইনালে উঠলে কি নীতির গলায় মালা পরিয়েছিলাম? বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের মুখোমুখি না হোক এটা কি আমার মত অনেকেই চায় নাই? এসব কথা বলার জন্য আজকের এই লেখা নয়। নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখার সময় প্রথম বুঝেছি নিজের দেশ একটা উইকেট ফেলতে পারলে চোখে জল আসে।
‘ভারতের ক্রিকেট টিম’ এর কাছে ‘বাংলাদেশ ক্রিকেট টিম’ হেরে বিশ্বকাপ থেকে আউট হয়ে যায়, যে খেলায় আম্পায়ারের কিছু সিদ্ধান্ত ভুল ছিলো অথবা আইসিসি ভারতকে সাপোর্ট করেছে, এতে আমার দুঃখ ছিলো, কান্না ছিলো।
যে কথাগুলো আমাকে সবচেয়ে বেশি লজ্জিত করেছে তা হলো বিষয়টি নিয়ে কথা বলার সময় নির্মম ভাবে আমরা ‘ভারত এবং বাংলাদেশ ক্রিকেট টিম’ থেকে ‘ক্রিকেট টিম’ শব্দটি বাদ দিয়েছি। আমার ক্ষেত্রে যে কারণে ‘ক্রিকেট প্রেম’ শব্দটির জায়গায় ‘ক্রিকেট অনীহা’ দখল করেছে তা হলো –
পবিত্র স্বাধীনতা দিবসের সকালে আমরা অনেকে প্রার্থনা করেছি ঠিকই তবে দেশের অগণিত মুক্তিযোদ্ধার আত্মার শান্তির জন্য নয়। ভালো কথা বলার দিন বা ভালো চিন্তা করার ক্ষণ আমাদের জীবনে প্রতিদিন আসে না।
ফেসবুকে না থাকলে দেখাই হতো না প্রকাশ্যে হীনমন্যতার চেহারা।
বাংলাদেশ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে সাপোর্ট করি আমার নীতিগত কারণে জন্মগত ভাবে আমি বাংলাদেশি নাগরিক, মাইগ্রেশনের কারণে আমি ব্রিটিশ নাগরিক এবং কর্মগত কারণে আমি অস্ট্রেলিয়ার রেসিডেন্ট। ‘ভারতের ক্রিকেট টিম’ এর জন্য আমাদের বিপক্ষে ভুল সিদ্ধান্তে আমার ক্ষোভ ছিলো কিন্তু বিদ্বেষ নয়। অস্ট্রেলিয়ার বাসিন্দা হয়েও প্রতিবেশীর হার আমাকে আন্দোলিত করে নাই।
পরিশেষে অনেকে অনেক কথাই বলেছেন আমার কথা পরিষ্কার –
দল, মত, ধর্ম, নির্বিশেষে বাংলাদেশের স্বাধীনতা স্বপক্ষের প্রতিটি মানুষ স্বীকার করে যে স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের অতুলনীয় সাপোর্ট করেছে। এ কথা বার বার বলার কিছু নাই। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এতসব ঘটনা আমাকে আহত করেছে এবং ক্রিকেট খেলা দেখার ইচ্ছাকে কেড়ে নিয়েছে, অন্তত এবারের মত।
আমার মনে হয়েছে ক্রিকেট খেলা দেখতে দেখতে আমাদের অনেকেই ছেলেবেলায় ফিরে গিয়েছিলেন যেমন তুই আমাকে হারালি এবার তোর হারবার পালা, ভাই ভাইকে হারানোর মত নিষ্পাপ আনন্দে উল্লাস করেছেন অনেকে। বিষয়টি নিয়ে এর চেয়ে বেশি কিছু ছিলো বলে আমি ভাবতে চাই না।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২১