পঞ্চম কিস্তি।।প্রথম কথা।।
পশ্চিম আকাশে কালো মেঘগুলো হালকা হয়ে উঠছে।সাদা মেঘগুলো ভাসছে কালো মেঘের পাশাপাশি।দুই একটা তাঁরা জ্বলছে আর জানান দিচ্ছে সন্ধাকালিন সময়ের কথা।অন্ধকারও নামছে অল্প অল্প করে,চারিদিকের পরিবেশ খুব যম কালো।মাঝে মাঝে জোনাকির আলো জ্বলছে আর আকাশে বিজলী চমকাচ্ছে বৃষ্টি আসবে বলে।
রিমঝিম বৃষ্টি পড়ছে।নমিতা অপুকে খুব অনুভব করছে। নমিতাও অপুর প্রতি দুর্বল আগ থেকে,নমিতার চিন্তা মিত্রা কে নিয়ে।অপুর বলার ভঙ্গি নমিতার কাছে ভাল লাগেনি বলে যত চিন্তা।বৃষ্টির প্রতিটি ফোটা যেন তীরের আঘাতের মত লাগছে।অপুকে কিভাবে প্রস্তাব দেবে বুঝে উঠতে পারছেনা।দীর্ঘ সময়ের বন্ধু,অনেক ভালোলাগা স্মৃতি জড়ানো সোনালী সময় একসাথে পার করেছে দুই জনেই তাই আজ বিব্রত বন্ধুকে কিভাবে ভালোবাসা কথা বলি।আজ অলক আর শকুন্তলা থাকলে কোন কথা ছিলোনা,আমার হয়ে অপূর্ব কে বলতো।কি করি মাথা নষ্ট।অস্থির মন আজ একদম অসহায়।
সন্ধার তাঁরাগুলো খুব জ্বলছে আকাশ প্রাণে,মুগ্ধ হয়ে দেখছে সবায়,বলছে এক জন অন্যের কানে,মৃদু বাতাস বইছে।আমি একা সমস্ত প্রাণীকুল নিস্তব্দ,নেই কোন সাড়া শব্দ।আকাশ আজ নিজেকে খুব সুন্দর করে সাজিয়েছে মনের মাধুরী মেখে,কি অপরূপ দৃশ্য তাঁরারা জোড়ায় জোড়ায় উকি দিচ্ছে মনে হয় কপোতকপোতি যুগল সন্ধি হয়ে একে অপরের কাছে বন্ধি।
মন খুব খারাপ নন্দিনীর।অলক কে দেখার পর নিজেকে আর শক্ত করে ধরে রাখতে পারছেনা অল্প সময়ে খুব রোগা হয়ে গেছে,দিন রাত অলকের কথা ভেবে চোখে নিজে কাল দাগ এখন প্রায় স্পষ্ট, অনেকটা অনমনা। সব কিছু যেন উলোটপালট হয়ে গেল, নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছেনা,বিষণ্ণতায় সারাক্ষণ ।মামার উপস্থিতি আরো বেশি চিন্তা ফেলে দিয়েছে।সন্ধ্যা মামার সাথে কি যেন আলাপ আছে বলল আব্বু।
চলবে ...............
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৬ সকাল ১০:৪৯