প্রেম করছিলাম প্রান বন্ধু তোমার সনে গোপনে
প্রেম করছিলাম প্রান বন্ধু তোমার সনে গোপনে
গোপন কথা মাইনষে কেমনে জানে?
প্রেম করছিলাম প্রান বন্ধু তোমার সনে গোপনে
প্রেম করছিলাম প্রান বন্ধু তোমার সনে গোপনে
গোপন কথা মাইনষে কেমনে জানে?
গোপন কথা মাইনষে কেমনে জানে?
তুমি আমি কবে কখন কোথায় কি করেছি
একে অন্যের ভালবাসায় সিক্ত হয়েছি
তুমি আমি কবে কখন কোথায় কি করেছি
একে অন্যের ভালবাসায় সিক্ত হয়েছি
চারিদিকে লোকমুখে সেই কথা শুনি কানে
চারিদিকে লোকমুখে সেই কথা শুনি কানে
গোপন কথা মাইনষে কেমনে জানে?
গোপন কথা মাইনষে কেমনে জানে?
প্রেমাগুনে নিশিদিনে জ্বইলা পুইড়া মরি
ও বন্ধু.. তার উপরে লোকের কথা কেমনে সহ্য করি
প্রেমাগুনে নিশিদিনে জ্বইলা পুইড়া মরি
ও রে বন্ধু.. তার উপরে লোকের কথা কেমনে সহ্য করি
পুড়ামুখি ভেজা আখি কেমনে থাকি ভুবনে
পুড়ামুখি ভেজা আখি কেমনে থাকি ভুবনে
গোপন কথা মাইনষে কেমনে জানে?
গোপন কথা মাইনষে কেমনে জানে?
বি:দ্র: বন্ধুরা প্রেম করো গোপনে! গোপন প্রেমে হৃদয়ের শুদ্ধতা আসে সারাজীবনের তরে! রাস্তাঘাটে দেখানোতে কোন বিশেষত্ব নাই