ছবি ব্লগ নিয়ে প্রতিযোগীতার নোটিশ পড়ে প্রথম দিকে অংশ নেয়ার ইচ্ছে ছিলো না। কারণ আমি নিতান্তই এ্যামেচার ফটোগ্রাফার। ইতোমধ্যে অবশ্য অনেকের ছবি ব্লগ দেখে কোন কারণ ছাড়াই মন পরিবর্তন হয়ে গেল, তাছাড়া এটা একটা ভালো উদ্যোগ। অংশ গ্রহণের উদ্দেশ্যে তাই লুঙ্গি পড়ে ব্যকআপ হার্ডড্রাইভ নিয়ে বসে পড়লাম। এত ছবির মাঝে বাছাই করা বেশ ঝামেলার কাজ তবুও বিসমিল্লাহ বলে ঝাপিয়ে পড়লাম। যা আছে কপালে।
নামঃ রক্তিম সূর্যাস্ত
স্থানঃ হাডসন রিভার ভিউ পার্ক, ম্যানহাটান, নিউ ইয়র্ক।
তারিখঃ ২৯শে জুন, ২০১০।
নামঃ এক ফোঁটা জল
স্থানঃ ওকানর'স টেইল, কুইন্স, নিউ ইয়র্ক।
তারিখঃ ২৭শে অক্টোবর, ২০০৯।
নামঃ পারপল টিউলিপ
স্থানঃ ব্রুকলিন বোটানিক্যাল গার্ডেন, ব্রুকলিন, নিউ ইয়র্ক।
তারিখঃ ৩০শে এপ্রিল, ২০০৯।
নামঃ স্কাই অফিস
স্থানঃ ৮১০ ৭ নম্বর এ্যাভিনিউ, ম্যানহাটান, নিউ ইয়র্ক।
তারিখঃ ১০ই ডিসেম্বর, ২০০৯।
নামঃ প্রকৃতির কোলে
স্থানঃ লিহম্যান কলেজ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক।
তারিখঃ ২৫শে জুন, ২০০৯।
নামঃ পৃথিবী তোমার আমার / ইউনিস্ফিয়ার
স্থানঃ করোনা পার্ক, কুইন্স, নিউ ইয়র্ক।
তারিখঃ ৩রা আগস্ট, ২০১০।
নামঃ আলোর ছুঁটে চলা।
স্থানঃ নর্দান বুলোভার্ড, কুইন্স, নিউ ইয়র্ক।
তারিখঃ ১২ই মার্চ, ২০১২।
নামঃ বসন্ত বাতাসে
স্থানঃ সেন্ট্রাল পার্ক, ম্যানহাটান, নিউ ইয়র্ক।
তারিখঃ ১৩ই এপ্রিল, ২০১২।
খুব বেশী খোঁজাখুজি করার সময় পেলাম না। আপাতত এগুলোই আপনাদের জন্যে তুলে দিলাম। ছবিগুলো আরো ভালো রেজুলেশনে দেখতে পাবেন আমার সাইটে। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২১ সকাল ৮:৪৩