কলেজের কম্পিউটার ল্যাবে বসে আছি অনেকক্ষন ধরে। সবাই নেটে পড়াশোনা করছে, কেউ তাদের ক্লাস শিডউল দেখছে, পরীক্ষার রেজাল্ট, ফেসবুক ইত্যাদি ইত্যাদি। আমি অনেকক্ষণ ধরে এদিক ওদিক তাকিয়ে ভাবলাম "সামু"-তে একটু ঢুঁ দিয়ে আসি। কিন্তু সামুতে গিয়ে কি লিখবো? লিখার মতো তেমন কিছুতো মাথায় আসছেনা। কবিতা লিখা মনে হয় ভুলেই গিয়েছি। কি যে ছইপাস লিখেছি আগে নিজেও জানিনা। মাঝে মাঝে হাসি পায় নিজের লিখা পড়ে। হয়তো আপনারা অনেকেই এমন করে হেসেছেন বহু আগে, তাইনা?
বসে বসে কে কি করছে দেখছি, কিছুই ভালো লাগছেনা। বিকেলে মাইক্রোইকোনমিক্স ক্লাসের পরীক্ষা আছে কিন্তু মোটেও বই ধরতে ইচ্ছে করছেনা। বাইরে টুপ-টাপ বৃষ্টি হচ্ছে, বেশ ভালোলাগলো। আজ মোটেও ঠান্ডা নেই, তবুও লেদারের একটা জ্যাকেট গায়ে দিয়ে এসেছি। এখন মনে হচ্ছে আইডিয়াটা মোটেও ভালো ছিলোনা। যাহোক কিছু করার নেই, এখন এটা নিয়ে সারাদিন ঘুরতে হবে। ভাবছি ক'দিনের জন্য কোথাও থেকে ঘুরে আসলে মন্দ হয়না, কিন্তু ক্লাস ফেলে যাওয়াওতো সম্ভব নয়। ধ্যাত।
বাংলাদেশে এখন নিশ্চয়ই রাত, অনেকে ঘন্টার পর ঘন্টা আজ সামুতে বসে থাকবেন, কমেন্টস করবেন। ইচ্ছে করছে আপনাদের সাথে বসে বসে বেশ কিছুক্ষন আড্ডা দিয়ে যাই। সমস্যা হলো সামুতে কোন চ্যাট রুম নেই। কেন নেই সেটাও বুঝিনা। অনেক ভেবে নিজের ব্লগেও একটা চ্যাট রুম খুলেছিলাম কিন্তু তেমন একটা সাড়া পেলাম না। জানিনা সামু কর্তৃপক্ষ ব্যাপারটাতে নজর দেবেন কিনা। আমারতো মনে হয়, চ্যাট রুম হলে ভীষণ ভালো হতো। অনেক সময় ব্লগ পোস্ট করতেই ইচ্ছে করেনা। ভীষণ আলসে মনে হয়। সেসময় একটু আধটু চ্যাট হলে মন্দ কি? সময় পেলেই ঘুরে আসবেন আমার চ্যাট রুমে, একটা নিয়মিত কমিউনিটি গড়তে চাচ্ছি সামু ভাইদের নিয়ে। মন্তব্য জানাবেন। আমি সাধারণত বাংলাদেশ সময় সকালে অনলাইনে থাকি। দেখা হবে, কথাও হবে। সবাই ভালো থাকুন।
চ্যাট রুমঃ http://www.e-dirts.com/chat/