কোন একদিন বা রাতে আমার আমার জীবন প্রদীপ নিভে যাবে, হয়তোবা কোন একটি সস্তা পত্রিকার ভেতরের পাতায় ছোট একটি শিরোনাম হবে "সুমন নামের ছেলেটি এখন আর নেই" সমস্ত স্বপ্নগুলো রাস্তার ধুলিকণায় মিশে যাবে। কয়েকদিন পর ভুলে যাবে বন্ধু-বান্ধব, ভুলে যাবে আত্মীয় স্বজন। নতুন নতুন মানুষ আসবে পৃথিবীতে, নতুন প্রজন্ম আসবে ঢেউয়ের পর ঢেউ হয়ে, হাজার হাজার বছর পেরিয়ে যাবে, আগের মতই চাঁদ উঠবে আকাশে পৃথিবীতে মায়াময় স্নিগ্ধ আলোয় ছড়িয়ে দিতে, আগের মতোই সাগর দুলবে আবেগে, মাতাল হাওয়া এসে নিবিড় করে তুলবে আবেগের ব্যাথা, যৌবনের গর্ভে বুক ফুলিয়ে বলবে, পৃথিবী আমি তোমাকে ভালবাসি।
কেউ একজন বলেছিলেন, "অতীত কে কখনই মনে করার চেষ্টা করো না, কেননা অতীত সব সময়ই কাঁদায়, সেটা সুখেরই হোক অথবা দুখেরই হোক" আজ তার মর্মার্ত বুঝতে পারছি। সিলেট শহরে বড় হয়েছি, শৈশব কৈশর পার করেছি আজ চাইলেও ফিরতে পারছি না যেতে, সমস্ত দরজা বন্ধ করে দিয়ে এসেছি জীবনের তাগিদে, বেঁচে থাকার তাগিদে। সন্ধ্যায় চায়ের দোকানের আড্ডা, রাতে ক্যারাম এর টুকটাক শব্দ, শুক্রবারে নামাজের পরে যুক্তিখন্ডন সবকিছু মনে হয়ে বড় বেশী আঘাত লাগে বুকে।
সিলেট তোকে বড় ভালবাসিরে....
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮