অনেক দিন পর লিখতে বসেছি, অনেক দিন পর ব্লগে হাত দিচ্ছি। সেই ২০০৯ইং থেকে ব্লগে আছি লিখছি পড়ছি, উপহাস করেছি, উপহাস পেয়েছি, বাচ্চাদের মতো পোষ্ট করেছি, কমেন্ট করেছি, অভিমান করেছি। ফিরে দেখলে পোষ্টগুলো আজ নিজে নিজেই হাসি, মাঝে মাঝে লজ্জাবোধ হয়।
মাঝখানে অনেকটা সময় চলে গেছে জীবন থেকে, পাড়ি দিয়েছি অনেকটা পথ, বিয়ে করেছি, সংসার করছি, পরীর মতো একটা মেয়ে সন্তানের বাবা হয়েছি। সুখের সময়টা দ্রুত পেরিয়ে এখন অভাব, দুঃখ, দূর্দশা এবং বিশাল ঋণের বোঝা মাথায় নিয়ে নিষ্ঠুর শহর ঢাকাতে একা থাকছি। পরিবারের কেউ নেই সাথে যেন এতগুলো মানুষের মাঝেও আমি মরুভূমিতে বসবাস করছি। মেয়েটির জন্য বুকের মধ্যে প্রতিনিয়ত একটা হাহাকার কাজ করে, ফোন করলে যখনই "বাবা" বলে ডাক দেয়, মনে হয় বুকের পাজড়গুলো কেউ ষ্টিমরোলার দিয়ে ভেঙ্গে খান খান করে দিচ্ছে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ছাড়া কখনো থাকিনি, এই প্রথম দীর্ঘ সময়ের জন্য থাকতে এসেছি ভাবতেই কষ্টের রেখাগুলো সুস্পষ্ট হয়ে যায় চোখে মুখে।
হাতেও তেমন একটা টাকা নেই কিন্তু টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছি, চাকুরী করছি, গুছিয়ে নিতে এখনও পারিনি, কিছুদিন সময় লাগবে হয়তো সবকিছু গোছাতে সেই সময়ের অপেক্ষাতে আছি।
দোয়ার দরখাস্ত রইল সবার তরে।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩