“সাকিব আল হাসান” বিশ্বসেরা অলরাউন্ডার! খ্যাতিমান একজন খেলোয়াড়, দেশ এবং দেশের বাইরে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন খেলার বদৌলতে। কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন একজন মানুষ খ্যাতি অর্জন করে তার চরিত্রের গুণে, তার আচরনে এবং কাজে। আজ তিনি খ্যাতিমান কারন তিনি ভালো ক্রিকেট খেলতে পারেন কিন্তু তিনি কি একজন ভালো মানুষ!?
২০শে ডিসেম্বর ২০১৩ইং তারিখে সিলেটে অনুষ্ঠিত বিজয় দিবস ক্রিকেট টুর্ণামেন্টে তিনি স্কুল পড়ুয়া ছাত্র যে কিনা সাকিব বলতে পাগল সেই পাগল ভক্তের কলার ধরার মত্যে অভদ্র আচরন করেছেন যা একজন মানুষ ভালো মানের খেলোয়াড় থেকে কখনই আশা করা যায় না। যে ভক্তকুলের জন্যই আজ সাকিব আল হাসান খ্যাতিমান হয়েছেন সেই রকম একজন ভক্তের সংগে এরকম আচরন! প্রশ্ন আসতে পারে হয়তো ভক্ত কোন অসধাচরন করেছেন সেই কারনে সাকিব রুদ্রমুর্তি রূপ ধারন করেছেন! প্রকৃত অর্থে খেলা শুরুর আগে অনুশীলন থেকে ড্রেসিং রুমে ফেরার পথে এই দর্শক সাকিবের কাছে অটোগ্রাফ চান।
অটোগ্রাফ দিতে অস্বীকৃতি জানালে সাকিবকে উদ্দেশ্য করে গ্যালারীর উপর থেকে কোন এক দর্শক কটূক্তি করেন কোন এক দর্শক। এতে ক্ষুব্ধ হয়ে সাকিব গ্যালারিতে গিয়ে এই দর্শকের কলার চেপে ধরেন। (আর এটাই স্বাভাবিক, সবাই যে বাহবা দেবে তার কোন মানে নাই)। যখন তিনি ভুল বুঝতে পারেন তখনও ইচ্ছে করলে তিনি স্যরি বলতে পারতেন কিন্তু তিনি কেন স্যরি বলবেন? তিনি তো সাকিব আল হাসান বিশ্ব অলরাউন্ডার, খ্যাতিমান খেলোয়াড়, অগনিত ভক্তকূল। সাকিবের মতো সিলেটের দর্শক বেয়াদব নয় তা এই দর্শক প্রমান করে গেলো কেননা সাকিবের মতো উগ্র বেয়াদব হলে সাথে সাথে সাকিবের কলার ধরতে একটুও পিছপা হতো হনা।
এমন আচরনের পরও তিনি বলছেন এটা নাকি মিডিয়ার বানানো। তবে ছবিটাও কি এডিট করা? হাজার হাজার দর্শক কি মিথ্যে বলছে? তিনি একাই সত্যবাদী তিনি সাকিব আল হাসান! কিন্তু সিলেটবাসী সাকিব কে প্রত্যখান করবে যতক্ষন না তিনি সিলেট তথা যে ভক্তের কলার চেপে ধরেছিলেন তার কাছে ক্ষমা না চাইছেন ততদিন সিলেটবাসী সাকিবকে ক্ষমা করবে না, হয়তো পর্যায়ক্রমে সবস্ত দেশ সাকিবকে ঘৃণা করবে এহেন অপরাধের জন্য।
মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মুমিনুল হক, রুবেল আহমদ সহ প্রায় সব খেলোয়াড়ই সিলেটের দর্শকের সুনাম করেছেন, ষ্টেডিয়ামের সুনাম করেছেন, শহরের সুনাম করেছেন। একটি সাধারন টুর্ণামেন্টে দর্শক যে এভাবে হুমড়ি খেয়ে পড়বে তা তারা কল্পনাই করতে পারেননি। ষ্টেডিয়ামের প্রায় ১৫ হাজার আসন কানায় কানায় পূর্ণ ছিলো বাইরে তখনো হাজারো দর্শকের আনাগোনা কারন টিকেট নেই। আর এই দৃশ্য প্রতিদিনের খেলায়ই। মুশফিকুর রহিম বলেন সাধারন একটি লিগের ম্যাচে যদি এতো দর্শক হয় তবে আর্ন্তজাতিক ম্যাচে তো সিলেট ষ্টেডিয়ামে জায়গা দেওয়া কঠিন হবে। খেলা পাগল সিলেটবাসী যদি সাকিবের মতো খেলোয়াড়ের কাছে অপদস্ত হতে হয় তবে হয়তো এমন দিন আসবে সাকিবরা সিলেটে খেলবেন আর দর্শক হিসাবে একটা কাক ও ষ্টেডিয়ামের ভেতর তো দূরে থাক ল্যাম্পপোষ্টেও থাকবে না।
একযুগে প্রকাশিত :
চৌকিদেখী
prothom-aloblog.com
http://www.amarblog.com
http://www.somewhereinblog.com
banglashahitto.blogspot.com
projonmoblog.com
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫