বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন জাতীয় পর্যায়ের নেতা আমি মানি তিনি বাংলাদেশের শ্রেষ্ট সন্তানদের একজন তাও ঠিক আছে শুধু জাতির পিতা বলেই মানতে পারি না। আমার মুল বিষয় আসলে তা নয়। আমি ওনাকে সম্মান করি একজন মুক্তির সেতু হিসাবেই, পছন্দ করি ওনার সাহসিকতাকে। গত ১৯ নভেম্বর একটি ঐতিহাসিক রায় হলো যা সবারই কাম্য ছিল। সবাই যেমন খুশি হয়েছে আমি তেমন, তবে খুব নই! এখানে নিশ্চিত প্রশ্ন উঠবে কেন?
মুজিব পরিবারের হত্যাকারীদের বিচার কি আমি চাই না? হ্যা চাই সবার দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। আমার কাম্য ছিল এটা কিন্তু যাদের হবার কথা তাদের কোন খবর নাই এখনও সেই সব নরপশুরা সরকার তথা জনগনের নাগের ডগায় বসে পায়ের উপর পা তোলে দোল খাচ্ছে আর আমরা চেয়ে দেখছি আর শুধু হাহাকার করছি।
শেখ মুজিবুর রহমান এর হত্যাকারীদের বিচারকার্য কি তিরিশ লক্ষ শহীদ ছাড়াও হাজার হাজার মা বোনের ইজ্জতের চেয়েও বেশী? বেশী কি হাজার হাজার নিরীহ মানুষের হত্যার চেয়েও? যদি হয়েই থাকে তাহলে ঠিকই আছে। মুজিব একাই এ দেশ স্বাধীন করেছে বাকিরা শুধু হাত-পা গুটিয়ে বসে ছিল। ওদের আবার হত্যার বিচার কি চাওয়া উচিৎ?
শেখ হাসিনা কি পারতেন না মুজিবের আগে যুদ্ধপারাধীদের বিচার করতে? তিনি কি পারতেন না নির্বাচনী অঙ্গীকার মনে না করে দেশের আপামর জনতার দাবীটাকে অগ্রাধিকার দিতে? হাজারো প্রশ্ন মনে ভিড় করে শেষ পর্যন্ত যদি তাদের দাবী আমরা পূরণ না করতে পারি? যদি ওদের হত্যার বিচার করে যেতে না পারি। নিজের বিবেক কি জবাব দেব? যখন বাংলাদেশের লাল-সবুজ পতাকা সমেত গাড়ী হাকিয়ে রাজাকাররা যায় লজ্জায় তখন মাথা নুয়ে আসে। ৩৮ বছর পরও এরা আমাদের বুকের উপর পা দিয়ে রাজত্ব করে যাচ্ছে অথচ ক্ষমতা থাকা সত্ত্বে ও আমরা কিছুই করতে পারছি না।
জানিনা এদের বিচার আদৌ হবে কি না। এদেশে এটাই হয়তো স্বাভাবিক.... আমাদের ক্ষমা করো...আমাদের ক্ষমা করো