কবে- কারা যেন ডেকে গেছে
স্ফীত শিল্প বুননের দিকে
প্রাণবন্তকর সূর্যাস্তের
নির্মল হাসির উচ্ছাস জীবনে
ডান চোখে লাল সবুজে লেখা জীবনের গান গেয়ে
হরিণীর প্রলুদ্ধকর আঁখিজলে স্বাধীনতা
অবশেষে সবুজ ঘাসের ডগায় এক ফোটা শিশির বিন্দু
বলপেনের নীচে কবিতার আত্মসমর্পন।
আকাশে ফালি ফালি নক্ষত্র
সন্ধার বিচিত্র পথ ভূলায়ন
অবমুল্যায়িত নগরীর শেষ প্রান্তের
জমিন থেকে তুলে আনি মাটির পুতুল
খেলাঘরে খেলে যায় মহুয়ার ভূয়ষী চরিত্র
আমি কেবল উৎসুক দর্শক।
বৃহস্পতি, শুক্র বা তিনশ পয়ষট্টি সংখ্যাগুলো
আমাদের জীবন কেড়ে নিয়েছে,
মহিয়সি মায়ের স্তন্যদানের ঋণ পরিশোধের আগেই
বহুমাত্রিক পরিকল্পনা পরিকল্পিতভাবে
আমাদের বৃদ্ধের কোটায় আবদ্ধ করেছে।
সেজদা থেকে উঠে হাটুতে হাত রাখলে
বুঝতে পারি আমাদের আঙ্গুলের চামড়াগুলোয় ভাজ পড়ে গেছে
অতপর আমরা সব বৃদ্ধরা সমাবেশ করে এই সিদ্ধান্তে পৌঁছেছি
মিছেমিছি নাটক মঞ্চের অতীতে আমরা অন্ধই ছিলাম।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:২৯