পড়ালেখার খাতিরে আমাদের অনেকেই গুগলে সার্চ দিয়ে ইবুক ডাউনলোডের চেষ্টা করি ।অনেকেই পেয়েও যাই অনেকেই পাই না।যাই হোক, এতো কষ্ট করার কোন দরকার নাই কারন গিগাপিডিয়া (http://www.gigapedia.com)এমন একটি সাইট , যা আপাতো নিরীহদর্শন সার্চ সাইট মনে হলেও রেজিষ্ট্রেশন করলেই লাখ লাখ মূল্যবান বই ফ্রীতে ডাউনলোডের জন্য হাজির হয়ে যাবে।সাইটটার এডমিনরা নিজেদের নিরাপত্তার সার্থেই নিজেদের গুটিয়ে রাখেন বলে গুগলে সার্চ দিয়ে এই সাইট থেকে কোন ডাউনলোড লিঙ্ক পাবেন না।এর জন্য কিছু বিষয় জানতে হবে।অনেক দিন আগে এই ব্যাপারে একটি টিউটোরিয়াল লিখেছিলাম http://www.abcdfree.com এ মোডারেটর থাকার সময়।যারা জানেন তাদের কাজে না আসলেও জারা অনেক দিন ধরে কাংখিত বইটি খুজে পাচ্ছেন না তারা আজই প্রথিবীর সবচেয়ে বড় ফ্রী ইবুক সাইটটিতে ঘুরে আসুন।ছোট ১/২ শব্দের কিওয়ার্ড দিয়ে সার্চ দিন আর নিচের পদ্ধতি অনুসরন করুন isee।শুভকামনা রইল ।
Happy Downloading....
টিউটোরিয়ালঃ View this link
যেভাবে এতো এতো বই ওরা শেয়ার করেআসলে বইগুলোর প্রায় প্রতিটি ডাউনলোড করা হয় netlibrary নামের একটা ইবুক লাইব্রেরী থেকে যেখানে বড় বড় ইউনিভার্সিটির সাবস্ক্রীপশন থাকে।সেখানে বই ডাউনলোডের অপশন নাই তবে পিডিএফ পড়া যায়।ওরা সেখান থেকে ডাউনলোড করে।এছারা বাহিরে অনেক বইয়ের প্রিন্টেড কপির সাথে ডিজিটাল ভার্সন (ইবুক) ফ্রী দেওয়া হয়।সেখান থেকেও অনেক কালেকশন যোগ হয়।আর springer,wiley interscinece,science directory এ সব জার্নাল সাইট থেকেও অনেক সহজে ফুল বই নামানো যায় যদি ইউনিভার্সিটির সাবস্ক্রীপশন থাকে।আমি নিজেও অনেক বড় বড় ইউনিভার্সিটির পাসওয়ার্ড দিয়ে অনেক বই ডাউনলোড করে আপলোড করেছিলাম।
আর ওরা সরাসরি ওদের সাইটে কোন বই আপলোড করে না।Safe থাকার জন্য ifile.it/mediafire/rapidshare এ আপলোড করে লিঙ্ক শেয়ার করে।আর লাখ লাখ ইউজাররা নিজেরাও অনেক কন্ট্রিবিউট করে।এভাবে প্রথিবীর সবচেয়ে বড় ফ্রী ইবুক সাইট গিগাপিডিয়া বেড়ে উঠছে।
অনেক আগে দুর্বল ইংরেজীতে লেখা।আশা করি গোস্তাফি মার্জনীয়। কারো কাজে আসলে আওয়াজ দিয়েন ভাই...
আপডেটঃ গিগাপিডিয়ার সার্চ ইঞ্জিনটা সব সময় একুরেট রেজাল্ট দেয় না।আপনারা প্রয়োজনীয় বই পেতে http://www.amazon.com এ সার্চ দিয়ে আগে বইটির ISBN (পেপারব্যক/হার্ডকপির আলাদা হয়)/Writer নাম টুকে নিয়ে সেগুলো দিয়েও সার্চ দিয়ে দেখতে পারেন।এছাড়া এই সাইটে নতুন বই আপলোড হলেই বেশিরভাগ ক্ষেত্রেই http://www.avaxhome.ws সাইটের এডমিনরা তা নিজেদের সাইটে প্রকাশ করে।সেখানেও খুজে দেখতে পারেন।আর যারা Ielts/English শেখার বই খুজছেন তারা http://www.englishtips.org এ খুজে দেখবেন।সাইটটা ইংরেজী আর রুশ ভাষায় করা।ইংরেজী সিলেক্ট করে নিতে হবে।যদিও বইগুলো গিগাপিডিয়াতেও আছে, তবে এখানে বেশী সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে।আশা করি, টিপসগুলো কাজে লাগবে।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১০ সকাল ১১:৪৪