ক'দিন আগে একটি স্মরণীয় বানী পড়লাম " মানুষকে দু'টি বিষয় ধ্বংশ করে, অপরের দোষ খোঁজে বেড়ানো আর অতীত নিয়ে ঘাটাঘাটি। খুবই সত্য কথন। যেতে হবে সামনে। বারবার যদি পিছনের দিকে তাকাতে থাকি, তাহলে সামনে যাবো কি করে?
আমাদের বর্তমান অবস্থার জন্য কম-বেশী আমরা সকলেই দায়ী। পৃথিবীর ইতিহাসে কোনদিন কেউ কাউকে নির্মুল করতে পারেনি। শক্তিই যদি টিকে থাকার হাতিয়ার হতো তাহলে পৃথিবী এখন থাকতো ডাইনোসরদের কবলে আর তেলাপোকার টিকিটিও মিলতোনা কোথাও। বাস্তবতা সম্পূর্ণ ভি্ন্ন। আর সহজ পথটাই সবচে' ভাল। নির্মুল সহজ পথ নয়। আমি যদি প্রকাশ্যে কাউকে বলি আমি তোমাকে নির্মুল করবো, তাহলে আমাকে নির্মুল করার অধিকার আমি তাকে দিয়ে দিয়েছি, কারন আত্মরক্ষা সকলের মৌলিক অধিকার।
দয়া করে ১৬কোটি মানুষের জন্য একটু ভাবুন। আইনকে নিজ গতিতে চলতে দিন, ক্ষমা করুন, একসাথে বসুন, কথা বলুন দেখবেন শীঘ্রই আমরা ইউরোপকে টপকে যাবো, আর যদি এভাবেই চলতে থাকি, তাহলে ইথিওপিয়া, সিরিয়াকে টপকে যাবো। কোনটি টপকাবো সে সিদ্ধান্ত আমাদরেকেই নিতে হবে।