আচ্ছা আমাদের পুলিশকে কেউ কি ধন্যবাদ জানায়?কৃতজ্ঞতা!মানে পুলিশের কাছে কৃতজ্ঞ কিংবা পুলিশের আচরনে মুগ্ধ কি বড্ড বেমানান ঠেকছে,তাইনা?
কিন্তু কি করব বলুন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ব্যবহারে সত্যিই আমি মুগ্ধ।এই যে আপনাদের সাথে সেয়ার করছি তাও ওনাদের বদান্যতায়।বদান্যতা না বলে উপায় নেই কারন যেখানে সাধারন কেউ গিয়ে নির্যাতিত হয় সেখানে আমার মত অসাধারন কেন এত আতিথিয়তা পেল তা সত্যিই বিস্ময় + আশা জাগানিয়া।
দু'দিন দু'রাত কাটানোর পরও বিলকুল সুস্থ(যতটুকু অসুস্থতা তার দায় কেবলই আমার আর আমার নিষ্ঠুরতমা বউয়ের উদাসিনতা) আমি!এও কি বিশ্বাস করার মত!এক পোষাকে রাত কাটানোর পর যখন সারা শরীর পুড়ে বড় বড় ফোসকা পরে ভরে গেছে তখন কিনা পুলিশের একজন এস.আই ক'জন পুলিশকে সাথে করে হাসপাতালে নিয়ে গেল!ড্রসিং করিয়ে নিয়ে আসল।ভর্তি হয়ে থাকা হত যদি না থানাকে হাসপাতালের চেয়ে কম নিরাপদ মনে হত।ঔষধ কিনে দিল।থানার সেকেন্ড অফিসার দিন শেষে এনে দিল নতুন টি-শার্ট।আর খাবার তা তো আছেই।প্রত্যেক বেলা বাহির থেকে খাবার আনাল।এরচেয়েও বড় যে কাজটা ওনরা করেছেন তাহল মানসিক সাপোর্ট।অতুলনীয়।অসাধারন।যেন আমি ওনাদেরই ভাই।সত্যি অবিভাবকের পুরো কাজটাই ওনরা করেছেন।এ কোন অপরাধই নয় মানুষ ভুল করে তুমি শক্ত হও।আমরা আছি,তুমি একদমই চিন্তা করনা।এভাবে এক এক জন বুঝিয়েছে।একটা টাচ পর্যন্ত করে নি,যেখানে নিরাপরাধীদেরকে নির্যাতনের কথা শুনি সেখানে এমন ব্যবহার,তাও কিনা অচেনা অজানা পরিবেশে!আমি মুগ্ধ।আমি কৃতজ্ঞ তোমাদের কাছে।
হা অপরাধ আমার ছিল,তাহল সত্য বলার সৎ সাহস।এমন পরিস্থতিতে কেউ সত্য বলবে তা কেউ আশা করো না।কিন্তু আমি যে মিথ্যা বলিনা/বলতে পারিনা।উপস্থিত সকলের কাছে মিথ্যাটা কে সত্য বলে গ্রহন করা যতটা সহজ ছিল আমার সত্য কথাগুলো সত্য বলে মেনে নেয়া জেন তার চেয়ে কয়েক গুন বেশি কষ্ট কর হল!
স্পেশালি বিশেষ কারও কথা বলব না(তা আমার মনে থাকবে আমৃত্যু)।তবে পুরোটা সময় আমি ওখানকার প্রত্যেক সদস্যের কাছ থেকে খুব ভাল ব্যবহার পেয়েছি।আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার সুযোগ যেহেতু পেয়েছি,না করি কিভাবে?
আর তাইতো প্রকৃত ঘটনা লেখার আগেই কৃতজ্ঞতা জানিয়ে এ পোষ্ট দিলাম!যদিও এ পোষ্ট কখনই হয়ত ওনাদের চোখে পরবে না।তবুও এ কথাগুলো না লিখলে নিজের অপরাধ যেন বেরে যেত।
পুলিশ চাইলে অনেক কিছুই পারে।তবে দরকার সততার সাথে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ।
যদি পাহাড়ের কোন সুহৃদের চোখে পরে তবে আমার কৃতজ্ঞটা পৌছে দিতে ভুল করবেন না।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:১৫