একটি মৃত্যু কি তখনও আত্মহত্যা পরিচয়ে কলঙ্কিত হবে যখন কিছু মানুষ জানে এমন কিছু হতে যাচ্ছে?যখন এমন কিছু মানুষদের কাছে বারবার সাহায্য চাওয়ার(যাদের কিছু/অনেক কিছু করার আছে)পরও উপেক্ষিত হতে হয়।যারা হৃদয়হীনের মত জেনে বুঝে মৃত্যুকে উৎসাহিত করল!!!তারপরও কি আপনারা বলবেন এটা হত্যাকান্ড নয়,নিছকই অত্মহত্যা???
একবার নয় বারবার চেষ্টা করেও আমার কথাগুলো বলতে পারিনি!কিন্তু আমিতো চেষ্টার ত্রুটি রাখিনি।কল করেছি,মেসেজ দিয়েছি,টাইম টু টাইম প্রতিটা অবস্থা জানিয়েছি।তুমি পড়নি/শোনো নি সে কি তোমার প্ররোচনা নয়!
আর তোমায় নতুন করে কিইবা বলব?২বছর৪মাস১১দিনে ও কি তুমি আমায় চেননি?তুমি আমায় ঠিকই চিনেছো,শুধু আভিজাত্যের দম্ভে এ হত্যায় লিপ্ত হয়েছো!
মুন আমিকি তোমার এস.এম.এসের উদ্ধৃতি দিব?নাকি ভয়েস রেকর্ড(যা তুমিই রাখতে বলেছিলে)আপলোড করব?মুন গত দু'বছরে এমন কোন ভাল কাজে তোমার পাশে পাওনি,মনে পরে কি?আর আজ আমায় মৃত্যু মুখে ঠেলে দিয়ে তুমি অনন্দ করছ?করনা তবে!
মুন একটা জীবনের কাছেও কি আভিজাত্যের অহংকার পরাজিত হতে পারে না?আর আমিতো বাস্তার ছেলে নই।নই কোন বখে যাওয়া যুবক!মুন একটা মানুষ কতটা অসহয় হলে এমন মিনতি করতে পারে।কেন তুমি আমায় এতটা অসহয় করে রাখলে?কেন তুমি সব সময়ই তোমার চেয়ে অনেক অনেক বেশি ভালবাসতে বলেছিলে?কেনইবা তুমি আমার আবেগ,অনুভূতি,ভাললাগা,ভালবাসাগুলোকে স্বপ্ন দেখালে?কেন তুমি আজ সব গলাটিপে হত্যা কর?কেন?কেন?কেন?
সবার কাছে ভাল থাকতে চাও?মুন কার কাছে ভাল থাকবে?বল?বলনা?আমি যেমন লোকরা ততটা জানাই কি যথেষ্ট নয়?সবার কাছে ভাল হওয়া বেশি গুরুত্বপূর্ন না সৎ হিসেবে পরিচিত হওয়া।
জানিস সোনা আজ আমার এই পরিনতি যদি তুমি বরন করতে তাহলে কত সভা,সমাবেশ,মিছিল আর মানববন্ধন হত,বিচারের দাবিতে কত মানবতা জাগ্রত হত,কিন্তু আমি একজন মানুষেরও মানবতা জাগ্রত করতে পারিনি!কাউকে পাশে পাইনি!কি আশ্চর্য্য তাই নারে?আমরা মৃতের জন্য কান্না করি কিন্তু জীবিতকে বাঁচতে দিতে চাইনা!একটা মানুষ হত্যার বিচার কি হতে পারে?আর একটা প্রান হত্যা?কি লাভ বল?আমিতো আর ফিরে আসবনা।আমায়তো আর পাবেনা।তাই ক্ষমাও চাইনা যেমন কারও কাছে তেমনি কাউকে ক্ষমাও করবনা আর বিচার সেতো নয়ই!
বিদায় পৃথিবী,বিদায়।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৩৩