আস্তে আস্তে শুভ মা'র দিকে এগিয়ে যায়।ধীরে ধীরে বলে, 'মা, আমাকে একটু জড়িয়ে ধর, আমি যে মারা যাচ্ছি'।বলতে বলতে শুভ বুঝতে পারল ওর চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছে, আর সেই পুরনো দিনের কথা মনে আসছে। তিলুর কথা, বাবার কথা, ভাইয়ের কথা, সবার কথা।কেমন আছে সবাই? আর যদি কিছুদিন সময় পেতাম তাহলে হিসেব গুলি মিলিয়ে দিয়ে আসতাম।বিড়বিড় করে বলতে লাগল শুভ।
হঠাৎ প্রচন্ড ঝাঁকুনিতে ঘুম ভেঙ্গে গেল ওর।' এই শুভ, এই, কি হয়েছে তোর?কি সব বিড়বিড় করছিস?' শুভ চোখ মেলে তাকিয়ে রইল, তারপর ধড়মড় করে উঠে বসল বিছানায়।দেখল, নীলু দাঁড়িয়ে আছে মাথার কাছে।শুভ'র রুম মেট।' কি রে, কি হয়েছে তোর?' নীলু প্রশ্ন করল।' কোন দু্ঃস্বপ্ন দেখেছিস?'
শুভ ওর ডান হাতের দিকে তাকাল।স্বস্তির নিঃশ্বাস ফেলল সেখানে কোন কাটা দাগ না দেখে।ও সত্যি তাহলে বেচে আছে?তাহলে ও এতক্ষন স্বপ্ন দেখছিল! হঠাৎ দেয়ালে ঝুলে থাকা ক্যালেন্ডারের দিকে চোখ পড়ে গেল।আজ ১০ ই ডিসেম্বর। স্বপ্নে ও দেখেছিল ১২ ই ডিসেম্বর।একটু চিন্তিত মনে হল শুভ কে।কিন্তু কিছু না বলে উঠে দাঁড়াল।হাতঘড়িটা পড়ার জন্য টেবিলের কাছে যেতেই স্বপ্নে দেখা ফুলদানিটা চোখে পড়ল ওর।বুকটা ধরাস করে উঠল।তবে কি ও সত্যিই ওর মৃত্যুকে দেখেছে?নাকি খুব শিঘ্রই ও মারা যাবে?খুব দ্রুত চিন্তা করতে লাগল শুভ।একটুও সময় ব্যায় না করে জামা কাপর গুছাতে লাগল ও।তারপর উঠে দাড়িয়ে ব্যাগটা হাতে নিয়ে দড়জার দিকে এগোল।হঠাৎ মনে পড়ে গেল নীলুর উপস্থিতির কথা,ঘুরে দাঁড়িয়ে বলল, ' ভাল থাকিস'।নীলু এতক্ষন বোবা পুতুলের মত শুভ'র কান্ড দেখছিল। এবার প্রশ্ন করলো, 'কোথায় যাচ্ছিস তুই শুভ?'শুভ উত্তর দিল-'কিছু অংকের হিসাব মেলাত।' বলে দড়জা দিয়ে সোজা বেরিয়ে গেল ও।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৪