যখন বিকেল টাকে ঘিরে ধরে পৌঢ়ত্ব
যখন দেবদারু পাতার বাতায়ন ভেদ করে বার বার উকি মারে সন্ধ্যা
তখন একাকী নির্জনে বসে..
আমি তোমাকে ভাবি।
যখন অভিমানী রোদ
সকাল হলেই ঘাসের কোল থেকে ছিনিয়ে নেয় শিশিরকে
তখন সে বেদনাহত ঘাসের বুকে বসে
আমি তোমাকে ভাবি।
যখন মাঝরাতে
সবাই নিজেকে অর্পণ করে নিদ্রাদেবীর আচলে
নীথর হয়ে যায় পৃথিবীর সমস্ত হুল্লোড়
তখন এক আকাশ নিস্তব্ধতা নিয়ে..
আমি তোমাকে ভাবি।
যখন আকাশ ফেটে পড়া চৈত্রের কড়া রোদে
ছিড়ে যাওয়া বইয়ের পাতার মতো
এলোমেলো হয়ে যায় আমার সমস্ত অস্তিত্ব
তখন একচিলতে প্রশান্তির আশায়..
আমি তোমাকে ভাবি।
যখন রাতভর কাজ করে
ক্লান্তি আর প্রভাতের হাত ধরে পরে ফিরি
ঘুম এসে যখন দু চোখের পাতাকে টেনেছিড়ে এক করে দিতে চাই
ঠিক তখনও আমার চেতনায়..
আমি তোমাকে ভাবি।
আমার ভাবনার আঙ্গিনায় যার নিত্য বসবাস
আমার চেতনার বারান্দায় যার দীপ্ত পদচারনা
আমার অস্তিত্বে মিশে আছে যার সমস্ত অস্তিত্ব
সে শুধু তুমি
এবং আমি তোমাকেই ভাবি সর্বক্ষন।।