আজ তো কিছুই হলো না, কাল হবে,
এই স্বপ্নভরা আশা নিয়ে ঘরে ফিরি।
দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে
আবার নতুন করে দিন আসে, রাত আসে
আমি সময়ের চাকার উপর পা রেখে দাঁড়াই-
কামনার বহ্নিশিখায় দীপ্তিমান প্রাণ-
ভাবি, কাল হবে।
স্বপ্ন বিশ্বাস ছড়াই চারদিকে
বীজের মতো শস্যহীন উর্বর মাটিতে-
নবায়ন করি ভালবাসা।
ঘুমুতে যাবার আগে জানালার পর্দা তুলে দিই
নয়নভরে আকাশের মুখখানি দেখি,
বড় মায়া জাগে।
ভাবি, আকাশ ওকি সুখী?
কে আমাকে দেবে সান্ত্বনা?
আমারই মতো মাধ্যাকর্ষণ ভেদ করে,
ওর ব্যথা ও বেদনা মহাশূন্যে গিয়ে মেশে,
যেন দুটি দুঃখে ভরা ব্যথিত হৃদয়।
আজ তো কিছুই হলো না,
ভাবি, কাল হবে।
তাই,
চেতনার ভারসাম্য হারিয়ে বালিশ বুকে
মহা দুঃখে নিদ্রা যাই।
তাং : ২২.০৭.১৯৯৭ইং- বাপের ভিটে, রুন্দিয়া, নড়াইল।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৪