প্রকাশক মাজহারুল নিউ ইয়র্কে তিন রুমের একটি ফ্ল্যাটে হুমায়ূন আহমেদের সঙ্গেই থাকছেন। সেখানে আরো আছেন লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তাঁদের দুই ছেলে। বৃহদান্ত্রের ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন সেখানে ক্যান্সারের বিশেষায়িত চিকিৎসাপ্রতিষ্ঠান মেমোরিয়াল স্লোয়ান-ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য গত ১৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান তিনি। গত শনিবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে প্রথম পর্বের কেমোথেরাপি শেষ হয়। চলতি মাসের শুরুর দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় বৃহদান্ত্রে ক্যান্সার ধরা পড়ে জনপ্রিয় এই লেখকের। হুমায়ূন এখন বেশির ভাগ সময় বিশ্রামে কাটাচ্ছেন বলে জানান মাজহারুল। তিনি বলেন, 'এ শারীরিক অবস্থায় হুমায়ূন খুব একটা বাইরে যাচ্ছেন না। টিভি দেখে এবং ছেলেদের সঙ্গে খেলা করে সময় কাটাচ্ছেন। ক্ষুধা কমে যাওয়ায় স্বাভাবিকভাবেই খানিকটা দুর্বল হয়ে পড়েছেন তিনি।'
হুমায়ূন টেলিভিশনের বিশেষ কোনো অনুষ্ঠানে আগ্রহী কি না_জানতে চাইলে অন্যপ্রকাশের প্রধান নির্বাহী বলেন, 'বেশির ভাগ সময় তিনি বাংলাদেশি চ্যানেল দেখেন। মাঝেমধ্যে দু-একটা ইংরেজি সিনেমা দেখেন। দ্বিতীয় দফায় আগামী ৬ অক্টোবর তাঁকে কেমোথেরাপি দেওয়া হবে।' কেমোথেরাপি দিতে সাধারণত ৪৮ ঘণ্টা সময় প্রয়োজন হয়।
হুমায়ূন আহমেদকে ছয় দফা কেমোথেরাপি নিতে হবে। চার দফা কেমোথেরাপি শেষে আরেক দফা পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। মাজহারুল বলেন, 'চিকিৎসকরা কিছুই উড়িয়ে দেননি। বর্তমান চিকিৎসায় লেখকের শারীরিক প্রতিক্রিয়া দেখে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।'