২০০২ থেকে ২০০৮, দিনক্ষন হিসেব করলে ৭ বছরের চেয়ে কিছু কম সময়। দুর্মূল্য আমাকে বাধ্য করছে আমার অনেক স্মৃতি বিজড়িত অতি প্রিয় কর্মক্ষেত্র ছেড়ে যেতে। মূল্যস্ফীতি সামাল দিতে বেতনস্ফীতি ঘটিয়ে নতুন কর্মক্ষেত্রে যোগ দেব আগামি কাল।
প্রবাসের কর্মক্ষেত্রগুলোতে মাল্টি ন্যাশনাল কলিগ থাকে - এটা স্বাভাবিক ব্যাপার। তবে অন্যদের কলিগদের মধ্যে বন্দ্বুত্ব-ভ্রাতৃত্ববোধ কতটুকু কাজ করে জানিনা; সেক্ষেত্রে আমি নিজে খু্বই সৌভাগ্যবান, বস আর কলিগদের অনেক সৌহার্দ, সম্প্রীতি আর সহযোগিতায় আমার কর্মক্ষেত্রটি যেন আমার অন্যরকম পরিবার।
অফিসে আজ আমার শেষ কর্মদিবস, কলিগরা সবাই ভাবগম্ভির হয়ে শুভকামনা জানাচ্ছে, দুপুরে ভূরি ভোজনের আয়োজন চলছে, ভয় হচ্ছে সবার সামনে যেন আবেগাপ্লুত হয়ে না পড়ি।
সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন নতুন কর্মস্থলে আমাকে সফল করেন। কর্মদ্ক্ষতা, নিয়মানুবর্তিতা ও নিষ্ঠতা দিয়ে হালাল রুজি উপার্জন করতে পারি।
সবার জন্য শুভ কামনা।