পরশুদিন সকালে স্ট্যাটিসটিকস পরীক্ষা। এখন পর্যন্ত কোনো অঙ্কই ঠিকমতো পারি না!...


সকাল-বিকাল টেনশনের চোটে চোখের পানি ফেলতেসি।

থিওরিও যে কেবল ভালো মতো পড়ে যাবো, তারও ভরসা নাই। মাত্র তিনটা প্রশ্ন আসবে, তাতে থিওরি আসার সম্ভাবনা খুবই কম। আর থিওরিও কম না, শুধু থিওরি পড়তে শুরু করলেই অঙ্ক করারও সময় হবে না।

আমার মাথা কেমন ভনভন করে ঘুরতেসে। জীবনে এত টেনশন কোনো পরীক্ষা নিয়ে করি নাই, এবার এই পরীক্ষা নিয়ে যতটা করতেসি।


আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন স্ট্যাটিসটিকস পরীক্ষায় পাশ করতে পারি।


