আপনি মারা গেলে আপনাকে লাশ
বলেই সম্বোধন করবে সবাই।
আপনাকে গোসল করানোর কথা কেউ
বলবে না, বলবে লাশ গোসল করাও, লাশ
গোরস্থান বা শ্মশানে নিয়ে যাও।
যাদের কাছে ভাল থাকার চেষ্টায়
আপনার জীবন পার করেছিলেন, তারাও
আপনাকে লাশ বলেই ডাকবে।
এখনো সময় আছে, অন্যের
কাছে ভালো থাকার জন্য নয়, বাঁচুন
নিজের কাছে ভালো হয়ে। যা কিছু
ভালবাসেন তার পেছনে খরচ
করতে দ্বিধা করবেন না। পেট
ব্যথা না হওয়া পর্যন্ত হাসি থামাবেন
না। পারুন আর না পারুন, নাচুন
যেভাবে খুশি। ছবি তোলার সময় গর্ধব
মার্কা পোজ দিন। শিশুদের মতো নির্মল
হয়ে যান।
আসল কথা, মৃত্যু জীবনের সবচেয়ে বড়
হারানো নয়। হারানো হলো জীবিত
হয়ে মৃতর মতো বেঁচে থাকা জীবন ।।