বিজ্ঞাপন আর বাস্তব !!! কতই ভিন্ন !!!
রবির ফোন উঠাও আর দেখিয়ে দাও এই বিজ্ঞাপনটা হয়তো সবাই দেখছি
আপনারা আমাকে কেউ চিনবেন না
একটি ছেলে এইভাবেই শুরু করে অন্যাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জনমত তৈরীর মাধ্যমে ।
সে সাফল্য হয় । কারণ চারপাশে ছিলো সবাই । সে একা ছিলো না । বখাটেদের সামনে সে তার বাবার দোকান খুলে ফেলে ।
কিন্তু বাস্তবটা একটু ভিন্ন
এই ১৬ ডিসেম্বরের ঘটনা
মতিঝিল থেকে ফার্মগেট যাবার উদ্দেশ্যে একটি ছেলে বাসে উঠে । বিকল্প সিটিং সার্ভিস এর একটি বাস ।
বাসে উঠার কিচ্ছুক্ষণ পরে বাস ছাড়বে এমন সময় বাসে উঠে ৪-৫ জনের ছেলের একটিগ্রুপ । মুরব্বী সুপারভাইজার ভালো ভাবেই বলে গাড়িতে সীট ফাকা নাই ।আপনারা নেমে যান ।
একটি ছেলে মুরুব্বীর গায়ে হাত তোলে এবং ধাক্কা দেয় । মুরব্বী পড়ে যায় ।বাসের প্রতিটি যাত্রী তা হা করে দেখছিলো । কেউ কোন প্রতিবাদ করেনি । সবাই তামাশা দেখতেছিলো ।
কিন্তু আসিফ নামের সেই ছেলেটি একাই সাহস করে সেইখানে এগিয়ে যায় আর মুরব্বীকে জিজ্ঞাসা করে সমস্যা টা কি ? ৪০ জন যাত্রীর ভিতরে সে একাই এগিয়ে যায় !!
এইবার সেইদল মিলে ছেলেটির উপর চড়াও হয় । বাসের প্রতিটা মানুষ চুপ !! নির্বিকার করে ছেলেটির উপর অত্যাচার দেখে যাচ্ছে ।
বখাটের বাস থামিয়ে দেয় । মারতে মারতে ছেলেটিকে বাস থেকে নামায় । বাসের যাত্রীরা মিমাংসা না করে ড্রাইভারকে চাপ দেয় গাড়ি চালানোর জন্য । কেউ আবার বলেও উঠে ছেলেটি বোকা । সেই বখাটেরা ছেলেটিকে মিরপুর ১০ এ নিয়ে যায় এবং সেইখানে কৌশলে ছেলেটি ছাড়া পায় ।
এই হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আসিফের পুরস্কার । ফালতু সাহস দেখানোর বোকামী যাকে বলে !!! অন্যায় দেখে চুপ করে থাকাটাই হচ্ছে আজকাল চালাকী আর প্রতিবাদ মানেই বোকামি । কারণ একা আমরা সবাই । আর সবাই মিলেও কি আমরা একা ? বদলে যাও,বদলে দাও । কিন্তু বদলাবে টা কে ? দেশ আজকে স্বাধীন হলেও নিজেদের কাছে আমরা আজও পরাধীন । কোন সমস্যা দেখলেই সেইখান থেকে পালালেই আমরা যেনো বাচি । কেউ যদি এগিয়ে নাও যায় দাড়িয়েও থাকে দেখবে সবাই পিছিয়েই গেছে !!
একা আমরা সবাই আর একাই থাকতে হবে !!!!