বাসায় ছিলাম।এমন সময় ভাইয়া ফোন করে বলল কোথায়?
বললাম বাসায়।
আমাকে বলল দেশের অবস্থা ভাল না কোথাও যেও না।
জিঙ্গাস করলাম কি হয়েছে?
সে সব খুলে বলল,বিডিআর ---------।এর পরের কাহিনী সবার জানা।
আমার প্রশ্ন হল কেন বিডিআর জোয়ানরা এমন করল বা ভিতরে কি এমন ঘটেছিল য়ে তারা পরিস্থিতি এতদুর নিয়ে গেল।স্বাভাবিক ভাবেই মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল এবং জানতে ইচ্ছা করছিল ব্যাপারটা কি?
এটা নিয়ে বন্ধুদের সাথে অনেক কথা বলছিলাম,কিছু বন্ধু আমির ছেলে হওয়াতে তাদের কাছে অনেক কিছু জানতে পারলাম।একটা কথা বলে রাখি ওদের বাবারা বেশ বড় পজিশনে আছে তাই ওদের কাছে শেয়ার করা।ওদের কথা শুনে ভাবছিলাম দোষ কার
১।বিডিআর যে দাবীগুলো করছে তাকি অযৌক্তিক।
২।য়দি তাদের দাবি যৌক্তিক হয় তবে তারা তা মেনে নিল না কেন?
৩।সেনাবাহিনীর কমকতাদের জেদের কারনে কি এ অবস্হা হল?
৪।এখন যারা আত্নসমপন করল তাদের অবস্হা কি হবে?তাদের কে কি আদৌ ক্ষমা করা হবে?নাকি তাদের অঙ্গাত স্হানে নিয়ে গিয়ে গুম করা হবে?
উপরের ৪টি প্রশ্ন বিশ্লেষন করলে আমরা দেখতে পাই
তআদের দাবি গুলো ছিল যৌক্তিক।কারন তাদের চাকরীর শুরুতে তাদের কে বলা হয় তাদের মিশনে পাঠানো হবে,তারা তা থেকে বঞ্চিত।য়ে আমি মিশনে গিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করছে কিন্তু বিডিআর তা পারছে না।বিডিআর জোয়ানরা অত্যন্ত সাহসিকতার সাথে দেশকে ভারতের থাবা থেকে রক্ষা করছে তাদের জীবন দিয়ে অপর দিকে আমি কি করছে আমরা তা জানি।বিডিআর সদস্যদের অভিয়োগ তারা কি মালির কাজ করার জন্য বিডিআর এ যোগ দিয়েছে?তাদের এ প্রশ্নের জবাব কি দেবেন?
আমার ৪নম্বার প্রশ্ন তাদের কি হবে?
য়ারা আত্নসমাপন করল তাদের কে চোখ বেধে নিয়ে য়াওযা হচ্ছে।তাদের কোথায় নেয়া হচ্ছে?তাদের পরিণতি কি সেইসব অফিসারের যাদের আজ পানিতে ভাসটে দেখা গেছে।
বিডিআর যখন আত্নসমাপন করল তখন কি দরকার ট্যাংকগুলো কলাবাগান মাঠে রাখার?নালি তাদেরকে বিচার বহিভুত হত্যাকান্ডের আওতায় ফেলান হবে।
আমাদের সেনাবাহিনী প্রধানমন্তীর কথা অমান্য করে আবার তাদের উপর এ্যাকশনে যাবে না তো।সেনাবাহিনীর অবস্হা এখন এমন একটা উদাহরন দিলে বুঝবেন"এখন সমাজের শিল্পপতীরা তাদের মেয়েদের জামাই হিসাবে সেনা ক্যাপ্তেন,মেজর এদের পছন্দ করে।কারন টা খতিয়ে দেখতে গেলে দেখা য়ায তারা যাতে তাদের জামাইকে দিয়ে কালোবাজারী ব্যবসাটা জাকজমক ভাবে চালাতে পারে।শুধুতাই নয় বিভিন্ন দেশের বাহিনীর বা গোয়েন্দার লোকেরা অন্য রাষ্টপ্রধানদের ছেলেদের পছন্দ করে একই কারনে"।এই হল অবস্হা।
আজ রাতে য়দি সেনাবাহিনী বিডিআর সদরদপ্তরে হামলা করে এতে আশ্চয় হবার কিছু নেই।কারন ২০০১ সালে ১ আমি সদস্য আমাকে বলেছিল ''তোমার কারো সাথে যদি শত্রুতা থাকে তবুও তুমি তা সেনাবাহিনীকে বলবেনা''।
ইতিমধে CNN অবশ্য প্রচার করেছে জামায়াত এর সাথে জরিত ।
নাম উল্লেখ না করা কয়েকটি ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে টিভি প্রতিবেদনে একথা বলা হয়।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিদ্রোহীদের অর্থায়নের পেছনের 'মূল নায়ক' বিএনপি নেতা সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী।.
আমাদের অত্যন্ত শুভাকাক্ষী রাষ্ট নিজের দেশের হামলার খবর না রাখলেও বাংলাদেশের খবর ঠিকই রাখে ।
তারা ৪দলকে নিয়ে বেশ চিন্তার মধ্যে আছে ,কারন তাদের স্বাথহাছিলে এরাই একমাএ বাধা।
শেষে বিডিআর সদস্যদের জন্য আল্লাহোর সাহায্য চাচ্ছি।তারা যেমনি ভাবে ে বাংলা অতীতে রক্ষা করেছে ভবিষতেও যেন তা বজায় থাকে।