হঠাৎ মনে হল আজ ১৯জানুয়ারি।আগামীকাল হতে এ বিশ্ববাসী একটু হলেও স্বস্তির নিশ্বাস ফেলবে কারন এ বিস্ববাসী এক নরঘাতক,দুশ্চরিএ,লম্পট,যুদ্ধাপরাধী,মুসলিমবিদ্বেসী,যে নিবিচারে পাখির মানুষ হত্যা করেছে,যে সন্ত্রাস দমনের নামে এ বিশ্বে সন্ত্রাসী তৈরি করে বিশ্ববাসীকে তথা এ বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে,সেই বড় সন্ত্রাসীর কবল থেকে এ বিশ্ব মুক্তি পাবে।বিশ্ববাসী তার যথাযথ মযাদা স্বরুপ তাকে এ বিশ্বের নিকৃষ্ট মানুষদের তালিকায় তার নাম সবার উপরে স্হান দিয়েছে।ইরাকী সাংবাদিক যায়েদ তাকে তার যথাযথ যোগ্যতা স্বরুপ জুতার ঢিল উপহার দেন।এই নিকৃষ্ট জন্তুটির নিকট হতে এ বিশ্ববাসী মুক্তি পাচ্ছে।

আলোচিত ব্লগ
জাহাঙ্গীর আলম এবারো রাগ করবেন।
আরেক নটী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করেছে কতৃপক্ষ। এবার জেলে যেতে হবে সংগে ডিম থেরাপীও চলবে। জাহাঙ্গীর আলম আমেরিকা বসে এসব পছন্দ করছেন না কারণ ফারিয়া যেভাবে তৈলমর্দন... ...বাকিটুকু পড়ুন
কৃষ্ণচূড়ার দিন~
ঢাকার রাস্তায় রাস্তায় আগুন-রঙা রক্তিম লাল রঙে কৃষ্ণচূড়া ফুলে ভরে আছে গাছগুলো,
গ্রীষ্মের এই প্রচন্ড গরমে কৃষ্ণচূড়ার এই ফুলে ফুলে ছেয়ে যাওয়া রুপ দেখে মনে হয় আকাশের নিচে আগুন... ...বাকিটুকু পড়ুন
পর্দার শেখ হাসিনা তো গ্রেফতার হলো, শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কি খবর ?
খুব এক্সসাইটিং ব্যাপার স্যাপার ঘটছে আজকাল ! ব্লগে যে চরিত্র নিয়ে লিখি উহাই গ্রেফতার হচ্ছে। গতকাল নায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে লিখলাম। আজকে দেখি বিমানবন্দর থেকে গ্রেফতার করা... ...বাকিটুকু পড়ুন
আমার মটর-সাইকেল ট্যুরের সময় ভূতুরে অভিজ্ঞতা
আসলে জীবনে অল্প বিস্তর প্যারানরমাল ঘটনা আমার সাথে ঘটেছে। আজ সে সবের মধ্যে আজ শুধু বাইক রিলেটেড ব্যাপারগুলোই তুলে ধরব।
ঘটনা ১. শুরুতেই বলি, আমি একজন... ...বাকিটুকু পড়ুন
সৈয়দ মশিউর রহমান বনাম হাসান কালবৈশাখী: একি ঘৃণার নতুন সংস্করণ?
ব্লগার সৈয়দ মশিউর রহমান শিল্পী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করার প্রসঙ্গে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি আশা করেছেন যে ফারিয়াকে জেলে পাঠানো হবে এবং তাকে ‘ডিম থেরাপি’... ...বাকিটুকু পড়ুন