ধিক OIC ধিক।ধিক জাতিসংঘ।মুসলিম বিশ্বে ১টি দুঘটনা ঘটলে য়ারা মিডিয়ার সামনে তাদের মতামত প্রকাশ করতে বিন্দু মাএ দেরী করে না,যারা এ বিশ্বের কোথাও ১ জন অমুসলিমের উপর কোন ধরনের আঘাত আসলে বসে থাকতে পারে না,যারা কথায় কথায় মানবাধিকারের কথা বলে,যারা এ বিশ্বে শান্তির কথা বলে তারা আজ কোথায়,কোথায় তাদের সব বুলি।বহিবিশ্ব্র এর কথা বাদ দিলাম,আমার দেশের যে সব মানবাধিকার সংস্হা আছে তারা আজ কোথায়,তাদের মুখ থেকে এখন আর কোন উচ্চবাচ্চ শোনা যায না,আজ ফিলিস্তিনে যে মানবধিকার লংঘিত হচ্ছে তা তাদের চোখে পরে না।এটাতে আশ্চায হবার কিছু নেই,তারা মানবাধিকার কমী নাম নিয়ে ইসলাম তথা মুসলমান বিদ্বেষীদের পা চাটা গোলামী করছে।তারা জানে ইসরাইল ইস্যুতে কথা বললে তাদের পরিণতীর কথা।
Click This Link
এ site টিতে গেলাই বুধবেন অতীত এবং বত্রমান ফিলিস্তিন এর চিএ।ভেনেজু্যেলার রাষ্ট প্রধানকে ধন্যবাদ ইসরাইল রাষ্টদূতকে বহিহ্কার করার জন্য।ইসরাইল ৩ঘন্টার জন্য করুনা করছে ফিলিস্তিনের উপর এ সময় তারা কোন বোমাবাজি ারবে না।তাদের এ আশ্বাসে ( তথাকথিত) জাতিসংঘ খাদ্য পাঠায় কিন্তু তারা শুধু ফিলিস্তিনের জনগণকে হত্যা করে ক্ষান্ত হযনি।তারা UN দূতকে পযন্ত হত্যা করে।এর মাধ্যমে তারা আবার প্রমাণ করল যে তারা শুধু নিঃসংশতা দেখতে চায়।আমার দেশের অনেক এ আবার বলছে ফিলিস্টিন ইসরাইলের উপর হামলা বন্ধ করলেই তো পারে।তাদর উদ্দেশে বলি "হায রে মানুষ,হায় রে মুসলিম'' ।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




