একটি নতুন সাহিত্য কাগজ , আলোওছায়া এর সূচনা সংখ্যা আজ ১৮ই আগষ্ট প্রকাশিত হলো।
আগামীকাল থেকে পৌঁছে যাবে বুক ষ্টোল এবং নিউজ পেপার কর্ণারে,দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে।
==========================
বহুদিন মনে ছিল আশা
প্রাণের গভীর ক্ষুধা
পাবে তার শেষ সুধা-
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ছত্রের সে আশা হয়তো প্রেমাষ্পদ ভালবাসার জন্য । আমরাও অনেক বড় আশা মনে লালন করেছি। স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নের বহিঃপ্রকাশ আমাদের এই কষ্টের ফসল, আমাদের গভীর ভালবাসার আলোওছায়া। এ আমাদের মনের গভীরের তীব্র ক্ষুধাই তো, সে ক্ষুধা মিটল আজ এই সাহিত্য কাগজের স্বতঃস্ফুর্ত প্রকাশে।
‘এভরিথিং দ্যাট ইস ডান ইন দি ওয়ার্ল্ড ইস ডান বাই হোপ’ মানবাবাদী নেতা ডঃ মার্টিন লুথার কিং এর এ মহা সত্য উক্তি হয়তো বড় পরিসরের জন্য কিন্তু আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার জন্যও এ উক্তি মোটেও অনর্থক নয়। আলোওছায়া কেবলমাত্র একটা সাহিত্য কাগজ নয়, এখানে আমাদের স্বপ্ন, প্রচেষ্টা, কষ্ট সব কিছুর মিলন ঘটেছে পাঠক-লেখকের সুন্দর মিলন মেলা তৈরীর খুব স্বত:স্ফুর্ত এক ভবিষ্যতের আশায়। পাঠক পড়তে চায়। আলোওছায়া পাঠকের সেই চাওয়া পূরণ। আমরা বিশ্বাস করি একজন লেখকের যেমন বহুমাত্রিক চিন্তা ও অভিরুচি, পাঠকের ও তদ্রুপ। পাঠক লেখকের সেই অভিরুচি আর চিন্তার যৎসামান্য পরিস্ফুটন ও প্রকাশ এই আলোওছায়া।
আলোওছায়ার উপদেষ্টাঃ আহসান হাবীব
প্রকাশকঃ ইকবাল হোসেন
সম্পাদকঃ প্রিন্স আশরাফ
সহ-সম্পাদকঃ রুমানা বৈশাখী, মামুন ম. আজিজ , তাহমিনা সানি
সমন্বয়কঃ জহরুল হক
সূচনা সংখ্যার প্রচ্ছদঃ মামুন ও সানি
সূচনার সংখ্যার লোগো ডিজাইনঃ নুরুল আমিন রাসেল
ফোকাস পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত।
৯ ফর্মার সূচনা সংখ্যার মূল্যঃ মাত্র ২৫.০০ টাকা।
সূচনা সংখ্যায় যাদের যে ধরেনের লেখা রয়েছেঃ
উপন্যাস - প্রিন্স আশরাফ, রুমানা বৈশাখী
সাইন্স ফ্রিকশন- আহসান হাবীব
রম্য গল্প- খায়রুল বাবুই
বড় গল্প- মামুন ম. আজিজ
গল্প- কৌশিক আহমেদ, শফিকুল ইসলাম
রহস্য বড় গল্প- সাজ্জাদ কবীর
অতিপ্রাকৃত বড় গল্প- মুনতাসীর মারুফ
হরর গল্প- জাবেদ ইমন
অ্যাডভেঞ্চার বড় গল্প- তাহমিনা সানি
অনুবাদ গল্প- শরীফ মাহমুদ, হাসান খুরশীদ রুমী, তারক রায়
সায়েন্স ফিকশন গল্প- নাজমুল আলম সিজার
সায়েন্স ফিকশন কবিতা- পথিক
ফিচার- আলী ইমাম, রিফাত জামিল ইউসুফজাই, রনক ইকরাম, নভোনীল, ইশিতয়াক হাসান
প্রত্নতত্ত্ব- খন্দকার মাহমুদুল হাসান
ভয়াল প্রাণীরা- শাহিনূর রশিদ
চলচ্চিত্র ফিচার- আসমার ওসমান
ছড়া- অনিক খান
এ ছাড়াও খেলা, বিজ্ঞানের খবরাখবর, হেঁসেল, রূপ-কথা সহ রয়েছে আরও নানান বিভাগ
রয়েছে পাঠেকর জন্য লেখা প্রতিযোগীতা এবং যে কোন পাঠকের যেকান লেখা পাঠানোর অবারিত সুযোগ।
পত্রিকা প্রাপ্তির জন্য যোগাযোগঃ
ফোকাস পাবলিকেশন্স
১১/১, ইসালামি টাওয়ার (২য় তলা) , বাংলা বাজার, ঢাকা।
০১৭৩৪৯০১১৩৯।
যেকোন সমস্যা জানাতে ও জানতে
এবং লেখা ও চিঠি পাঠানোর জন্যঃ
৮৭ বশিরউদ্দিন রোড (৪র্থ তলা), কলা বাগান, ঢাকা।
website- http://www.alochayya.com
e-mail- [email protected]
ফুরিয়ে যাবার আগেই সংগ্রহ করুন।