ঈদ এ আমারও ইচ্ছে করে বাড়ি যেতে!
কমলাপুরে হাজার মানুষের সাথে লাইনে দাড়িয়ে টিকেট কিনতে!!
কাঁধে ঝোলানো ব্যাগ, ঈদ এ বাড়ি যাব, যত কষ্টই হউক........!!!
আমার পাশে হাজার হাজার মানুষের বসবাস, সবাই প্রস্তুতি নিচ্ছে ''বাড়ি''
যাওয়ার।পরিচিত,অপরিচিত সবার মধ্যেই দেখতে পাচ্ছি ব্যাস্ততা,সবকিছু গুছিয়ে
নিছছে,সময় আর বেশি নেই.......
আমি বসে বসে ভাবি,আমার যদি দূরে কোথাও বাড়ি থাকতো.......
