আমার নাম বাইগুন
আমি একটা ছড়া ভলবো।
আয়রে আয় টিয়া, নায় ভরা দিয়া!
না না হয় নাই, ভুলে গেছি! আবার বলি....
বেগুন গাছে তুনতুনি বাসা ভেধেছে
সেই বাসাতে তুনতুনি দিম পেড়েছে।
চারটা দিম পেড়ে পাখি তা দিয়েছে,
দিম ফুটে চারটা বাবু জন্ম নিয়েছে।
তুনতুনির বাবুগুলো দুষ্ট বিড়াল দেখে
খাবে তাদের মজা করে গোপে তেল মাখে!
আকদিন যায় দুদিন যায় বাবুরা বড় হয়,
বিড়াল ভাবে মওকা পাবে কখন খাওয়া যায়।
তুনতুনির বাবু গুলে সবাই উড়তে পারে,
দেখবো এখন দুষ্ট বিড়াল কী করে ধরে।
ও এর পর জানি কী? মনে পড়েনা, পানি খাবো!
মনে পড়ছে..
তুনতুনির বাবু খেতে বিড়াল দিলো লাফ,
বেগুন কাঁটা ফুটলো চোখে বাপরে বাপ।
কানা হয়ে বিড়াল এখন পথে পথে ঘোরে,
পরের ধনে চোখ দিওনা তাইলে যাবে মরে।
আমার ছড়া শেষ! আজ আর ভলবোনা!