প্রিয় মায়েরা
প্রথমে এই পৃথিবীর আলো দেখাবার জন্য তোমাদের চরনে আমাদের শত কোটি প্রনাম। আমি জানি মা তুমি আমাদের কত ভালবাস। আমাদেরকে একটু খানি সুখী করতে তোমার ব্যস্ততা সারা দিন সারা রাত। নয় টা মাস তুমি আমাদেরকে তোমার শরীরের রক্তকনা থেকে খাবার যুগিয়েছো তারপর এক সাগর বেদনা সহ্য করে তুমি জন্ম দিয়েছো।
এই বিশ্বসংসারে আমরা সবাই তোমারই সন্তান। কিন্তু মা তোমার সন্তানেরা আজ সুখী নেই। কেও না খেয়ে মরছে, কারও কোনো আশ্রয় নেই, কোথাও যুদ্ধ, কোথাও বিদ্যোহ, কোথাও লুটতরাজ লেগেয় আছে। মাগো এই ধরনী আজ পরিনত হয়েছে নরকের একটি অংশে।
আজ সুন্দর ধরনীর এই অবস্থার জন্য আমি তোমাকেয় দায়ী করি। লক্ষী মা আমার আমার কথায় তুমি রাগ করো না। তুমি হয়তো ভাবছো তোমার কি দোষ।
মাগো সদ্য জন্ম নেয়া তোমার ঐ অবুঝ সন্তান তো এক খন্ড কাদার মতো। তুমি উপযুক্ত নকশার মাধ্যমে যা ইচ্ছা তাই তৈরি করতে পারো। একটি বার তুমি চিন্তা করে দেখো তোমার সন্তান কি করে একজন খুনী হতে পারে, তোমার সন্তান কি করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য অপরের ক্ষতি করতে পারে???
আমি জানি তোমার সন্তানকে তুমি তোমার প্রানের চেয়েও বেশি ভালবাস। এই নিস্বার্থ ভালবাসার সাথে তুমি যদি তাকে একটু খানি নৈতিকতার শিক্ষা প্রদান করো তাহলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি তোমার ছেলে কখনও মানুষের ক্ষতি করবে না।
মাগো তোমার একটু খানি আত্মত্যাগ, একটু খানি কঠোরতা, একটু খানি শাষন বারন, একটু খানি নৈতিক শিক্ষা তোমার ছেলেকে গড়ে তুলতে পারে মহান করে।
এই তথাকথিত ঘূনে ধরা সমাজ কে পূনর্গঠন করতে তোমার সহযোগীতা খুব প্রয়োজন। আমার লক্ষী মা আচঁলে মুখ ঢেকে আর বসে থেকো না।
ইতি
তোমার সন্তান