জাতী হিসেবে বাঙালী বহু অতীতকাল থেকেই শোষন হয়ে আসতেছে।কখনো ভিনদেশীদের দ্বারা আবার কখনো ঘরের মানুষ দ্বারা। স্বাধীনতার ৪৫ বছর পরে এসেও এদেশের অপরাজনৈতির কুৎসিত চেহারার দিকে তাকালে আতঙ্কে ও ভয়ে কেঁপে ওঠে আমজনতার বুক। শাষকদের গোলটেবিলের রাজনীতি আজ জনতার সাথে সামঞ্জস্য হতে পারছেনা। কেন বা এর কারন কি? এর জন্য একপক্ষই দায়ী নয়।অরাজনৈতিক নেতাদের বেপরোয়া, বেখেয়ালীপনা আচারন ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় দায়ী।এবং আমজনতার ঐক্য ও চেতনার অভাবও সমানভাবে দায়ী।দেশপ্রেম মানে সরকারের সব সিদ্ধান্তের সাথে একমত হওয়া নয়।তার সমালোচনা করাও দেশপ্রেমের একটি অংশ। কিন্তু জনগন আজ সত্যের সামনাসামনি হতে নিরুৎসাহিত।জনগনের ভাবখানা দেখলে এরকম মনে হয় যেন রাষ্ট্রের সব দায়িত্ব সরকার অথবা রাষ্ট্র নামক সংঘঠনের। আমজনতা রাষ্ট্রকে বা সরকারকে বা বিরোধী দলকে কষে দু চারটে গালি দিয়েই যেন তার দায়িত্ব শেষ মনে করেন।আমজনতা ধোঁয়া তুলসি পাতা। এতে করে বোঝা যায় জনতা হয়তবা স্বদেশকে রাজনৈতিক সংঘঠনগুলোর কাছে বিক্রি করে দিয়েছে। এবং রাজনৈতিক দলগুলোর আচারনে তাই যেন প্রকাশ পাচ্ছে। স্বদেশের সম্পূর্ণ দায়িত্ব সরকার বা রাজনৈতিক দলের ওপর না বর্তিয়ে আমজনতাকে ভাবতে হবে এ দেশ আমার আমাদের।সুতরাং এর উন্নয়নে আমার হাতটিও এগিয়ে দিতে হবে।রাজনীতির কালো হাত থেকে এদেশকে রক্ষা করার কঠিন যুদ্ধে আমাকেও অবদান রাখতে হবে। যে জাতী ঐক্যে পৌছাতে পারেনা এবং সত্যের মুখোমুখি দাঁড়াতে অনিহা। তার ভবিষৎ অন্ধকারে গাঢাকা দেবে এটাই স্বাভাবিক। দেশের যে নোংরা কার্যাকালাপে ও অপরাজনৈতির কালো সংস্কৃতিকে আমি আপনি ও জনতা নাক সিটকাচ্ছেন।গলায় ঢোল পিটিয়ে বলছেন এ দেশে কিচ্ছু হবেনা। কিভাবে হবে? আপনার আমার দ্বারা আজওকি এদেশের জন্য কিছু হয়েছে? তাহলে কে দেশের জন্য কিছু করবে? শুধু মাত্র অরাজনৈতিক দলগুলো? অস্বীকার করছিনা রাজনৈতিক দলগুলো দেশের দায়িত্ব পালনে তারা সবচেয়ে বেশি অবদান রাখছে। আবার কালো রাজনীতিও দেশের অধপতনে সমান অবদান রাখে। যতদিন আমজনতা নাক, সিটকাবে ততোদিন দেশের হাল এরকমই থাকবে। সুতরাং দেশের বিচারহীনতার সংস্কৃতি, অপরাজনীতি ও বিকৃতি চেহারার জন্য তুলসি পাতার দলও সমানভাবে দায়ী।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৮