যখন কম বুঝার দরকার তখন আমরা বেশি বুঝি। যখন বেশি বুঝার দরকার তখন আমরা বুঝার চেষ্টা করি না।
আমাদের বেশির ভাগ লেখাপড়া করিনি। যারা বেশি লেখাপড়া করেছি তারা বড়লাট। যারা কিছু লেখাপড়া করেছে তারা ভয়ঙ্কর হয়েছে।
যারা লেখাপড়া করেনি তারা, শোনা কথা শুনে শিক্ষিত হতে চায়। শো টাকার জন্য মাথায় বাড়ি মারে। কাজ করতে চায় না, অলস। রাগ বেশি। আবেগ বেশি। অভিজ্ঞতা কম। চোর গেলে দিনরাত চিন্তা করে বুদ্ধি বার করি। ফন্ধিতে আমরা সন্ধি করি। একজন কিছু করতে চাইলে দশজন মিলে তাকে নিরুৎসাহিত করি। 'মনে মনে বলি, বেটার বুদ্ধি বেশি, এবার তাকে মজা দেখাব। আমার চেয়ে বেশি জানে। যেমন করে হোক তাকে জব্দ করতে হবে।
সত্যাসত্য জানতে চাই না। সবদেশে অন্যায় অপরাদ হয়। নিজে পাপের সাগরে সাঁতাই কিন্তু অন্যের পাপ অন্যকে দেখাই।
এসবের একমাত্র কারণ অজ্ঞতা। লেখাপড়া করেও বঅক্ষর অবস্থা।
আমরা এখনও লাঙল দিয়ে হালচাষ করি। শিশুদের বইয়ে ভুল থাকে।
আসলে কী হয়েছে আমার মাথা গেছে
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১