হাত পা গুটিয়ে বসে থাকলে আশঙ্কার সাথে বলতে হচ্ছে আপনার পোস্টে মন্তব্য পড়বে না। পোস্টে মন্তব্য না পড়লে মন খারাপ হয়, হাত পা কামড়ায়। মন চায় হাতুড়ি দিয়ে তাদের মাথায় বাড়ি দিতে যারা মন্তব্য করে এবং যারা মন্তব্য পায়।
সবাই সবার পোস্টে মন্তব্য চায় কিন্তু অনেকে পায় অনেকে পায় না। যারা পায় তারা কিন্তু অন্যের পোস্ট না পড়েও মন্তব্য করে। পরিচিত হয়, অতঃপর আড্ডা শুরু হয়।
আমি জানি সবার পোস্টে মন্তব্য করা যায় না এবং সবার সাথে বনিবনাও হয় না। অনেক সময় নাম নিক দেখে জান চমকে উঠে। অনেকের মন্তব্য পড়লে মন খারাপ হয়। এমন অবস্থা হলে যা করতে হবে তা হলো, জলে না নেমে মাছ ধরতে হবে। এতে হাতে পায়ে পানি লাগবে না এবং অন্তত কম হলেও একটা মাছ ধরতে পারবেন।
অনেক সময় ভালো এবং গুরুত্বপূর্ণ লেখায়ও মন্তব্য পড়ে না এবং কেউ পড়ে না।
ব্লগে যারা আছে সবাই কিন্তু সেয়ানা এবং কেউ কম জানে কেউ জানে বেশি। মনে রাখতে হবে যে যেমন নিজেকে ভাবে তার সাথে তেমন ভাবে অন্যরা আচরণ করে।
এখন আমি যা বলব তা হলো বগল বাজিয়ে বলগাও।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭