বয়স বাড়তে শুরু করলে সব জীব আজিব হয়। কামরিপু আস্তে আস্তে শক্তিশালী হতে শুরু করে। শুরু হয় মারামারি ধামসাধামসি। সুন্দরীরা মিরমির করে তাকায়। বোকারা মারামারি করে মরে। বন্যদের মৌসুম আছে। বছরে একমাস ওরা পেরেম করে। ভদ্রস মাজে বারোমাস পেরেমের মৌসুম চলে। আমরা অনেক আগে সভ্য হয়েছি। তা বিশ্বাস করতে হলে বানর অথবা কুমিরের সাথে কথা বলতে পারবেন। আমি জানি আমরা সভ্য হয়েছি কয়কে হাজার বছর আগে। সত্যি কি আমরা সভ্য হয়েছি? আসলে কি হয়েছে সভ্যতার অর্থ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকাল অত্যাধুনিকযুগ। আধুনিকযুগ আত্মহত্যা করেছে কয়েক হায়ন আগে। এখন যে সমস্যা হচ্ছে তা হলো, মানুষ আস্তে আস্তে ধর্মবিমুখ হবে। এই বিষয়ে বিশদ বিশ্লষণ আছে। আমি বিশারদ নয়। আমি যা বলতে চাই তা হলো, আমরা দিনদিন নির্লজ্জ হয়ে চশমখোর হচ্ছি। বাংলাদেশে ধর্ম এবং সংস্কৃতি আছে। কিন্তু আধুনিকতার নামে আদিমযুগে ফিরে যাচ্ছে মানবতা।
বর্তমানে যা হচ্ছে তা হলো ভালোবাসার নামে অবাধ মেলামেশা, যা সব ধর্ম এবং সংস্কৃতিকে নিষিদ্ধ।
আমরা হুজুগপ্রিয় হয়েছি। এক যুগে কত হুজুগ দেখব তা দেখার জন্য অপেক্ষমাণ।
হুজুগ, হুজুক - বি. 1 সামান্য কোনো বিষয়ে ব্যাপক উত্তেজনা; 2 ফ্যাশন (হুজুগে মত্ত হওয়া, নতুন নতুন হুজুগ); 3 গুজব। [আ. হুজুম্]। হুজুগে, হুজুকে বিণ. হুজুগপ্রিয়; হুজুগে মাতে এমন।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৬