অন্যানদের মত আমিও ছদ্মনামে ব্লগিং করি। আমার আসল নাম এবং ছবি দেখলে অন্যরা আমাকে এড়িয়ে চলেন বিধায় অপারগ হয়ে ছদ্মনামের শরণাপন্ন হয়েছিলাম।
যাক, ভণিতা বাদ দিয়ে সার কথা বলি, গতবছর থেকে আমি বই প্রকাশের ব্যবসা শুরু করেছি। ইয়ে মানে আমার নিজের বই প্রকাশ করি। আমার বই তো আর প্রকাশকরা প্রকাশ করবে না। তো কী হয়েছে, আমার নাচানাচি দেখে অনেকে নাচতে শুরু করেছেন। একজন আমাকে মিনতি করলেন উনার বই আমার বইর মত প্রকাশ করতে হবে। উনার আদত অভ্যাস আমার জানা। উনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। হায়রে লেখালেখি। লেখালেখি করে লোকজন লেখক না হয়ে আমার মত ফতুর হয় কেন? তো যাক উনার বই তিনখান প্রকাশ করেছি।
ঢোল যখন বানিয়েছি তখন বাজাতে তো হবে। উনাকে কানমন্ত্র দিলাম, বই বেচে ধনি হতে হলে বিজ্ঞাপন দিতে হবে। আমি আসলে বিটলামি করেছিলাম।
সর্বনাশ! উনি Channel i Europe এর চেয়ারম্যান Reza Ahmed Faisol Choudhury এর সাথে যোগাযোগ করে কেমনে কী করলেন তা বুঝার আগে আমাকে ফোন করে বললেন, Straight Dialogue আসবেন। আমি চিন্তায় পড়েছিলাম। পরে যা হল তা এই যে, এক পর্যায়ে এক সাহেবকে বলেছিলাম ভাইজান, দয়া করে আমাকে বিপাকে ফেলবেন না। নাচানাচি করে আপনারা চলে যাবেন কিন্তু উল্টা পাল্টা কিছু হলে দায় ভার আমার মাথায় পড়বে। দেড় ঘণ্টার অনুষ্ঠান ছিল। প্রকাশোৎসব সফল হয়েছে। উপরের ছবি নিশ্চয় দেখেছেন, উনারা চার হাতে আমার প্রকাশিত বই ধরে ছবি তুলেছেন। এই বই এখন লন্ডন থেকে ছাপিয়ে দেশে দিতে হবে।
বইর নাম ‘একুশ শতকের মহাজাগরণ, সিরাজুল আলম খান,দর্শন ও চিন্তাধারা’
কষ্টের কাজ যে করেছেন উনার নাম গিয়াসউদ্দিন আহমদ
কিনতে চাইলে এখানে আছে
দয়া করে আমার জন্য একটু বেশি দোয়া করবেন। লেখক বলেছেন পরে আরো বই দিতে হবে। আমি সত্যি ভয় এবং চিন্তা আছি।
এই ছবিতে আমি আছি
প্রথম ছবিতে অংকুর প্রকাশনির কর্ণধার এবং Amin Nurul সাহেব।
(আমার এখনও বিশ্বাস হচ্ছে না। কাল বইর ওর্ডার দেব)
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০