হাবভাবে কবি কবি ভাব ছিল,
বনিতার প্রেমে মজার জন্য মন বায়না ধরেছিল,
ভান ভণিতায় মনের ভাব ব্যক্ত করে হেসেছিলাম।
আমাকে ভালোবেসে ষোড়শী ছলচাতুরী শিখেছিল,
অতঃপর হৃদয় ভেঙে খান খান করেছিল,
কেউ টু শব্দ করেনি, আমি নির্বাক হয়েছিলাম।
বাজ ফেটে হাওড়ে ঠাঠা পড়েছিল,
তা কি আমার হৃদয় ভাঙার শব্দ ছিল?
জবাব জেনে নিঃসঙ্গ মন বিষণ্ণ হয়ে বলে, ভুল করেছিলাম।
এই কবিতা পড়ে কেউ আমাকে বকাঝকা করলে আমি আর কবিতা লিখব না।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২